পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকদের পাবনাসহ দেশব্যাপী ৭২ ঘন্টা কর্মবিরতি
- প্রকাশিত সময় ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / 37
পাবনা প্রতিনিধি : পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকদের ১৫ দফা দাবি আদায়ের লক্ষে পাবনাসহ দেশব্যাপী টানা ৭২ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকদের সংগঠন।
২১ সেপ্টম্বর মঙ্গলবার ভোর ৬ টা থেকে ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত ৭২ ঘন্টা কর্মবিরতির কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক এসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। গত ২৮ আগস্ট পণ্যপরিবহন খাতের মালিক-শ্রমিকরা ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচী ঘোষণা করেন।
এদিকে ১৫ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে পাবনা জেলা ডাম্পট্রাক মালিক সমিতি সভা-সমাবেশ ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সংগঠনের সভাপতি হাজী ফারুক জানান, সড়ক ও পরিবহন শিল্পকে আসন্ন ধংসের হাত থেকে রক্ষা এবং মালিক ও শ্রমিকদের জন্য শান্তি ও হয়রানিমূক্ত পরিবেশ নিশ্চিত করণের লক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পাবনায় ৭২ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে।
তিনি পাবনার সকল পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকদের এ কর্মসূচী বাস্তবায় এগিয়ে আসার আহবান জানান। এদিকে সংগঠনের কেন্দ্রীয় ঘোষিত ১৫ দফা দাবি সমূহ হচ্ছে, মোটরযান মালিকদের ওপর আরোপিত ‘অগ্রিম আয়কর (এআইটি) এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে এবং ইতিমধ্যে আদায় করা বর্ধিত কর স্ব-স্ব মালিককে ফেরত দিতে হবে ;
যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছে তাদের সকলকে সহজশর্তে এবং সরকারি ফি’র বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পূণরায় হয়রানিমূলক ‘ফিল্ডটেস্ট ও পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে ;
পণ্যপরিবহন খাতে (ট্রাক,কাভার্ডভ্যান, প্রাইমমুভার-টেইলার প্রভৃতি) সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্রসম্মত ‘কল্যাণ তহবিল’ এর চাঁদা সংগ্রহের ওপর কোনো অজুহাতে বিধিনিষেধ আরোপ করা চলবে না ; ‘
চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন (রেজি.নং২০৮৮)’ কর্তৃক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমীপে পেশ করা প্রস্তাব বা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে; সকলশ্রেণির মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদেরকে রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনতে হবে;
চট্টগ্রামে অবস্থিত ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং সকল ড্রাইভার ও সহকারীকে চট্টগ্রাম বন্দরে হয়রানিমুক্ত প্রবেশের সুবিধার্থে বাৎসরিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড প্রদান করতে হবে;
গাড়ির কাগজপত্র চেকিং-এর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে। পণ্যবাহী গাড়ি যত্রতত্র দাঁড় করানো যাবে না। পুলিশের ঘুষ বাণিজ্যসহ সকল প্রকার হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে;
প্রতি ৫০ কিলোমিটার পরপর পণ্যপরিবহন শ্রমিকদের জন্য দেশের সড়ক-মহাসড়কের নিরাপদ দূরত্বে (উভয় পাশে) বিশ্রামাগার ও ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইমমুভার ট্রেইলার টার্মিনাল/স্ট্যান্ড নির্মাণ করতে হবে;
সড়ক দুর্ঘটনায় অথবা চোর-ডাকাতের হাতে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অথবা তাদের হেফাজতে মৃত্যুবরণকারী সড়ক পরিবহন শ্রমিকের পরিবারকে রাষ্ট্রীয় তহবিল থেকে এককালিন নগদ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিককে পুরোপুরি সুস্থ্য না হওয়া পর্যন্ত চিকিৎসা খরচ ও জীবিকা ভাতা প্রদান করতে হবে;
এর আগে গত ২২ আগস্ট ২০২১ ইং সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ১৫ দফা দাবি সম্বলিত পত্র সড়ক ও সেতু মন্ত্রণালয়সহ সরকারের আটটি মন্ত্রণায়য়ের মন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে বলে সংগঠন সূত্র থেকে জানানো হয়।
বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক এসোসিয়েশনের কেন্দ্রীয় জয়েন সেক্রেটারী মোজ্জাম্মেল হক কবীর সাংবাদিদের বলেন, মোটরযান মালিকদের ওপর আরোপিত ‘অগ্রিম আয়কর’ বাতিল ও পুলিশের হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি লাখ লাখ সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রাণের দাবি।
জীবন-জীবীকা, নিরাপদ কর্মপরিবেশ ও শন্তিপূর্ণ ব্যবসা নিশ্চিত করার দাবি। তিনি এ দাবি আদায়ে পাবনাসহ সারাদেশে ৭২ ঘন্টা কর্মবিরতি পালনের জন্য মোটরযান মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানান।