গাইবান্ধায় আমগাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার
- প্রকাশিত সময় ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / 83
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌর শহরের বাড়াইপাড়া গ্রামের ১ টি আমগাছ থেকে জাহিদ হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ
১৮ (সেপ্টেম্বর) শনিবার দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসুদ রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায়।
মৃত জাহিদ হাসান পলাশবাড়ী উপজেলার পৌর শহরের বাড়াইপাড়া গ্রামের শামসুল আলম এর পুত্র। মৃত জাহিদ হাসান পেশায় ১ জন শ্রমীক।
স্থানীয়রা জানান, মৃত জাহিদ হাসান দীর্ঘদিন যাবত রাজমিস্ত্রী কাজ করে। শনিবার সকালে বাড়ির পাশে ১ টি আমগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন এবং পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, এ বিষয় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে অভিযোগ পেলে ময়না তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।