কুষ্টিয়ায় ১৩ টি পরিবার ১৫ দিন ধরে পানি বন্দি
- প্রকাশিত সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / 125
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী বাটিকামারা চাউল কুটা গ্ৰামের ১৩ টি পরিবারের শতাধিক মানুষ দীর্ঘ ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত পার করছে।
পানি বন্দি থাকায় পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত সহ বিশুদ্ধ খাবার পানি, খাবার ও পশু খাদ্যেরও ঘাটতি দেখা দিয়েছে। পানিবন্দি অসহায় মানুষেরা কোমর অথবা হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে, অন্যদিকে যাতায়াতের রাস্তাও ডুবে গেছে।
উক্ত পানিবন্দি এলাকার বাসিন্দা মুজাম শেখ বলেন, “ঘরের ভেতরে পানি উঠে গেছে। সন্তানেরা খাবারের জন্য কান্নাকাটি করছে। চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় রান্না করতে পারছি না। আনিস নামে আরেকজন বলেন,
নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই। বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নিচ্ছে না, সেই সাথে সাপের ভয়েও ঘুম হারাম হয়ে গেছে।
এই বিষয়ে সদকী ইউনিয়নে বাদশা মেম্বার বলেন, গড়ের মাঠে বাধ দিয়ে ব্রীজ নির্মাণ কাজ চলছে এই কারণে বাটিকামারা চাউল কুটা গ্ৰামের ১০-১৫ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মূল বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অতি বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।