রূপপুর পারমানবিক প্রকল্পে এ্যঙ্গেল ভেঙ্গে মাথায় পড়ে ২ শ্রমিক নিহত, আহত ২
- প্রকাশিত সময় ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / 151
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীতে নির্মণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে লোহার এ্যাঙ্গেল ভেঙ্গে মাথায় পড়ে ২ শ্রমিক নিহত এবং আহত হয়েছে আরো ২ জন। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিংয়ে কাজ করার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘টেষ্ট রোশেম’ এ কর্মরত মনিরুজ্জামান মনির (৩২) এবং মাধব চন্দ্র সরকার (৩৩)। গুরুতর আহত অবস্থায় দিনবন্ধু (৩৩) এবং সিফাত (২৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এবং হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া নিহত ও আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
প্রকল্পে কর্মরত প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২নং ব্লকের রিয়্যাক্টর বিল্ডিং এর ভেতরে ওই শ্রমিকরা কাজ করছিল। এসময় ক্রেন দিয়ে পানির জার রিয়্যাক্টর বিল্ডিংয়ের নীচে নামানোর সময় জারের ধাক্কায় এ্যঙ্গেল ভেঙ্গে নীচে কর্মরত ওই শ্রমিকদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের প্রাণহাণি ঘটে। আহত অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে।
নিহত মনিরের বাড়ি ঈশ্বরদী রূপপুরে ফুটু মার্কেটের পাশে এবং মাধবের বাড়ি শাহজাদপুর এলাকায় বলে জানা গেছে।