সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে আহত ২
- প্রকাশিত সময় ০৩:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / 62
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে সাবেক ইউপি সদস্য ও এক মহিলা জন আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার ১৩ অক্টোবর উপজেলার ভায়াট গ্রামের সাবেক ইউ পি সদস্য মোঃ রওশন আলী (৫০) মঙ্গলবাড়ীয়া ভায়াট রাস্তায় কাজের জন্য বের হন। এমন সময় রাস্তার ধারের পুকুর পার থেকে ১টি শিয়াল এসে আক্রমন করে তার হাত, পা ও কোমড়ে কামড় দিয়ে চলে যায়। তার আত্মচিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে।
এর কিছুক্ষণ পরেই ভায়াট গ্রামের মোছাঃ পলি খাতুন (৩৫) কে একই কায়দায় শিয়াল হাতে কামড় দেয়। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে।
উভয়কে তাড়াশ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
সকলে সম্মিলিত ভাবে অনেক চেষ্টার পর শিয়ালকে ওই এলাকাবাসীরা মেরে ফেলেন।
সান্তান গ্রামের মোঃ ইউনুস তাড়াশী জানান, রাস্তার ধারের সরকারী খাল দখল করে প্রচুর পুকুর খনন করা হয়েছে। ওই পুকুরের পাড়ে কলাগাছ সহ বিভিন্ন গাছ লাগিয়ে ঝোপ ঝারে পরিনত করেছে অবৈধ্য পুকুর খনন কারীরা। পুকুর পারের ঝোপঝারের মাঝে রয়েছে অসংখ্য শিয়াল। যা এখন পথচারীদের বিপদজনক হয়েছে।