‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করুন’ ভাঙ্গুড়ায় কর্মীসভায় এমপি মকবুল
- প্রকাশিত সময় ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
- / 94
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তির দূত, উন্নয়নের ধারক ও মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে উন্নয়নের এই ধারাকে অব্যহত রাখতে সাহায়তা করুন।
আওয়ামীলীগের ১০ বছরের শাসনামলে দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে,মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, কৃষক সহজেই সার পাচ্ছে, মানুষ পেট পুড়ে ভাত খেতে পারছে ,
মাদক সেবী ও সন্ত্রাসীদের দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ অব্যহত রয়েছে ,যার ফলে মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছে ।’ গতকাল বৃহস্পতিবার বিকালে
ভাঙ্গুড়ায় পৌরসদরের ভূমি অফিস চত্বরে এক কর্মীসভায়পাবনা -৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির
সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন প্রধান অতিথির বক্তবে তিনি একথাগুলি বলেন।ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল কালুর সভাপতিত্বে
তিনি এসময় ভাঙ্গুড়া উপজেলায় বর্তমান সরকারের রাস্তার উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন।সেগুলি হলো বাউজান পাড়া হতে হতে কৈডাঙ্গার দিকে .৫ কি.মি. ২৯ লক্ষ,
মুল্লিকচক গ্রামের ভিতর ৩০০ মিটার ১৭ লক্ষ,পাটুলীপাড়া মসজিদ হতে দক্ষিণ দিকে .৭৫ কি.মি ৫৩ লক্ষ,চর-ভাঙ্গুড়া কালুর বাড়ি থেকে নদী পর্যন্ত .৫ কি.মি ৩৮ লক্ষ,
দিয়ারপাড়া মাদ্রাসা হতে কবর স্থান পর্যন্ত .৫ কি.মি. ৩২ লক্ষ, পাটুলীপাড়া হতে দিয়ারপাড়ার মাদ্রাসার দিকে ৬০০ মি. ৪১ লক্ষ টাকা খালপাট গ্রামের রাস্তা .৫ কি.মি ৩৪ লক্ষ,
দহপাড়া দক্ষিণপাড়া হতে নদী পর্যন্ত সোয়া ১ কিমি. ৬৮ লক্ষ রাঙ্গালিয়া ঈদগাহ মাঠের রাস্তা .৫ কি.মি.৩৮ লক্ষ,কৈডাঙ্গা রেললাইন হতে হাজী পাড়া সোয়া ১ কি.মি.১ কোটি,
বড়াল স্টেশন হতে ভবানী পুর হয়ে ফরিদপুর ডাবল রাস্তা ১০ কি.মি. কোটি, বড়ালব্রজি স্টেশন হতে অষ্টমনিষা ডাবল রাস্তা উন্নয়ন সাড়ে ৩ কি.মি. ২.৫ কোটি,টেবুনিয়া, চাটমোহর,ভাঙ্গুড়া,
ফরিদপুর বাঘাবাড়ি রাস্তা(চাটমোহর-কালিয়ান) ২৫ কি.মি.৫০ কোটি, নৌবাড়িয়া হতে পুইবিল হয়ে মাগুড়া রাস্তা ৬ কি.মি ১ কোটি পুইবিল ভাঙ্গাব্রিজ ৫ কোটি টাকার বিবরণ তুলে ধরে
বর্তমান সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের প্রতি আহব্বান জানান তিনি। উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ওসমান গনি, ডেমরা ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলার রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মো. জাকির হোসেন ছবি,
যুগ্ম সম্পাদক রমজান আলী খান,সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ সাইদুল ইসলামসহ উপজেলার শতশত জনতা।