দিনাজপুরের ফুলবাড়ীতে ইঁদুর নিধন অভিযান ও বিশ্ব খাদ্য দিবস পালিত
- প্রকাশিত সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / 91
দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।
শনিবার ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় ‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদে শোভাযাত্রা প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিকভাবে ইঁদুর মারা কলাকৌশল প্রদর্শন করা হয়।
অপরদিকে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখেন সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উপজেলা পরিষদে শোভাযাত্রা প্রদক্ষিণ করে।
শেষে আয়োজিত ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী ও খাদ্য দিবসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াদ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা আফরোজ প্রমুখ।