ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

উদ্বোধনের ৪ বছর পরও চালু হয়নি সুজানগর পৌর বাস টার্মিনাল

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • / 114

সুজানগর (পাবনা) সংবাদদাতাঃ উদ্বোধনের ৪ বছর পরও চালু হয়নি পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুজানগর পৌর বাস টার্মিনাল।

প্রথমে দেখলেই যে কারো মনে হতে পারে এটি কোন ময়লা আবর্জনা রাখার নির্ধারিত স্থান অথবা স্থানীয় ঠিকাদারদের নির্মাণ সামগ্রী রাখার জায়গা। আসলে তা নয়, এটি সুজানগর পৌরসভার নতুন বাস টার্মিনাল।

সুজানগর পৌর শহরের যানজট নিরসন এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে বিগত ৫/৭ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই নতুন বাস টার্মিনালটি। ২০১৩ সালে টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কয়েক বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই বাস টার্মিনালটি উদ্বোধন হলেও চালু হয়নি বরং বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

কোন ধরণের যানবাহন প্রবেশ না করায় ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে টার্মিনাল ভবনের রুমগুলো। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও কার্যকরী কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরিকল্পিত টার্মিনালটি করায় সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের যেন শেষ নেই।

স্থানীয়রা বলেন, শহরের পৌর বাজার সড়ক ও স্থানীয় মুজিব বাধের মাঝে স্থানীয় চরসুজানগর এলাকায় গুরুত্বপূর্ণ ১টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে খরচ হয় ১ কোটি ৯০ লাখ টাকা। যাত্রিদের সুবিধা বিবেচনা করে সেখানে বিশ্রামঘর, গণসৌচাগার, টিকিট কাউন্টার সহ অন্যান্য সুব্যবস্থা করা হয়। টার্মিনালটি আলোকিত করার জন্য পৌরসভার পক্ষ থেকে বসানো হয় ১০টির অধিক সোলার প্যানেল স্থাপন করা হলেও আলো তো জলেই না, উল্টো সোলার প্যানেলগুলোর কোন হদিস নেই।

এলাকায় স্থানীয় বিভিন্ন ঠিকাদারেরা বালু পাথর, বিটুমিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন আর টার্মিনালে ব্যবহারকৃত বিভিন্ন লোহার সামগ্রী চুরি হয়ে গেছে উদ্বোধনের ৬ মাসের মধ্যেই।

স্থানীয়রা সুজানগর পৌরসভার যানজট নিরসনের জন্য অবিলম্বে নতুন বাস টার্মিনালটি চালুর দাবি জানিয়েছেন।

এ দিকে সুজানগর পৌর সভার বর্তমান মেয়র রেজাউল করিম রেজা বলেন, আমি নতুন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি। তবে বাইপাস রাস্তা চালু হওয়ার পরেও কেন এই টার্মিনাল চালু হচ্ছে না তা আমার বোধগম্য না।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন, সুজানগর পৌরসভার মধ্যে যে সুজানগর বাজারটি রয়েছে সেখানে কিছু যানযট পরিলক্ষিত হয়, আমরা পৌরসভা ও লোকাল পুলিশের সহযোগীতা নিয়ে যানজট নিরসনের জন্য কাজ করছি। আশা করছি যে খুব দ্রুতই সুজানগর পৌরসভার মধ্যে আমরা যানজট মুক্ত করতে পারব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া নির্মিত বাসস্ট্যান্ডটি বর্তমানে কোন কাজেই আসছেনা। টার্মিনালটি চালু করলে সুজানগর পৌর শহরের যানজট নিরসন হবে, তেমনি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সরকারের নির্মিত নতুন পৌর বাস টার্মিনালটি সচল হবে।

আরও পড়ুনঃ পাবনার সুজানগরে গৃহবধূ কে হত্যার অভিযোগ

উদ্বোধনের ৪ বছর পরও চালু হয়নি সুজানগর পৌর বাস টার্মিনাল

প্রকাশিত সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১

সুজানগর (পাবনা) সংবাদদাতাঃ উদ্বোধনের ৪ বছর পরও চালু হয়নি পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুজানগর পৌর বাস টার্মিনাল।

প্রথমে দেখলেই যে কারো মনে হতে পারে এটি কোন ময়লা আবর্জনা রাখার নির্ধারিত স্থান অথবা স্থানীয় ঠিকাদারদের নির্মাণ সামগ্রী রাখার জায়গা। আসলে তা নয়, এটি সুজানগর পৌরসভার নতুন বাস টার্মিনাল।

সুজানগর পৌর শহরের যানজট নিরসন এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে বিগত ৫/৭ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই নতুন বাস টার্মিনালটি। ২০১৩ সালে টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কয়েক বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই বাস টার্মিনালটি উদ্বোধন হলেও চালু হয়নি বরং বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

কোন ধরণের যানবাহন প্রবেশ না করায় ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে টার্মিনাল ভবনের রুমগুলো। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও কার্যকরী কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরিকল্পিত টার্মিনালটি করায় সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের যেন শেষ নেই।

স্থানীয়রা বলেন, শহরের পৌর বাজার সড়ক ও স্থানীয় মুজিব বাধের মাঝে স্থানীয় চরসুজানগর এলাকায় গুরুত্বপূর্ণ ১টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে খরচ হয় ১ কোটি ৯০ লাখ টাকা। যাত্রিদের সুবিধা বিবেচনা করে সেখানে বিশ্রামঘর, গণসৌচাগার, টিকিট কাউন্টার সহ অন্যান্য সুব্যবস্থা করা হয়। টার্মিনালটি আলোকিত করার জন্য পৌরসভার পক্ষ থেকে বসানো হয় ১০টির অধিক সোলার প্যানেল স্থাপন করা হলেও আলো তো জলেই না, উল্টো সোলার প্যানেলগুলোর কোন হদিস নেই।

এলাকায় স্থানীয় বিভিন্ন ঠিকাদারেরা বালু পাথর, বিটুমিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন আর টার্মিনালে ব্যবহারকৃত বিভিন্ন লোহার সামগ্রী চুরি হয়ে গেছে উদ্বোধনের ৬ মাসের মধ্যেই।

স্থানীয়রা সুজানগর পৌরসভার যানজট নিরসনের জন্য অবিলম্বে নতুন বাস টার্মিনালটি চালুর দাবি জানিয়েছেন।

এ দিকে সুজানগর পৌর সভার বর্তমান মেয়র রেজাউল করিম রেজা বলেন, আমি নতুন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি। তবে বাইপাস রাস্তা চালু হওয়ার পরেও কেন এই টার্মিনাল চালু হচ্ছে না তা আমার বোধগম্য না।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন, সুজানগর পৌরসভার মধ্যে যে সুজানগর বাজারটি রয়েছে সেখানে কিছু যানযট পরিলক্ষিত হয়, আমরা পৌরসভা ও লোকাল পুলিশের সহযোগীতা নিয়ে যানজট নিরসনের জন্য কাজ করছি। আশা করছি যে খুব দ্রুতই সুজানগর পৌরসভার মধ্যে আমরা যানজট মুক্ত করতে পারব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া নির্মিত বাসস্ট্যান্ডটি বর্তমানে কোন কাজেই আসছেনা। টার্মিনালটি চালু করলে সুজানগর পৌর শহরের যানজট নিরসন হবে, তেমনি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সরকারের নির্মিত নতুন পৌর বাস টার্মিনালটি সচল হবে।

আরও পড়ুনঃ পাবনার সুজানগরে গৃহবধূ কে হত্যার অভিযোগ