ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১০:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / 145
নিজেস্ব প্রতিনিধিঃ করোনা মহামারির প্রকপ কমে আসায় ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৪ নভেম্বর ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
করোনা মহামারির প্রকপ কমায় দীর্ঘদিন পরে কলেজে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মাঝে উৎফুল্লতা লক্ষ্য করা যায়।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জাকিরুল হক জানান, করোনা মহামারির প্রকপ কমে আসায় দীর্ঘদিন পরে কলেজে খুলেছে। ফলে ছাত্র-ছাত্রীদের মাঝে আশাব্যঞ্জক উদ্দীপনা বিরাজ করছে। ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি কম থাকলেও পরীক্ষায় প্রায় শতভাগ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।
তিনি আরও জানান, আমরা প্রতিটি ছাত্রছাত্রীর কলেজে প্রবেশের সময় তাপমাত্রা পরীক্ষা করছি, এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। কিন্তু আমাদের ছাত্রছাত্রী অনেক বেশি, তাই সামাজিক দুরত্বের বিষয়টি সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না। ক্লাসে ছাত্রছাত্রীর সামাজিক দুরত্ব বজায় রাখলেও ক্লাসের বাহিরে কলেজ প্রাঙ্গণে সামাজিক দুরত্বের কথা বললেও ছাত্রছাত্রীরা তা শুনতে চায় না।