পাবনার ইছামতি নদীর কার্যক্রম শুরু হবে হাইকোর্টের চুড়ান্ত সুনানীর পর
- প্রকাশিত সময় ০৮:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / 153
পাবনা পতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পারে বৈধ বসতি দাবি করে মহামন্য হাইকোর্টে দায়ের করা রীট পিটিশনের চুড়ান্ত সুনানী আজ ৩০ নভেম্বর ২০২১ হবার কথা রয়েছে।
সুনানীর পর ইছামতি নদীর পরবর্তী কার্যক্রম শুরু করার সিদ্ধা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, জেলা নদী রক্ষা কমিটির সভাপতি পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাশেল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মো.আরিফুজ্জামান, সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান, পাউবো পাবনার সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন,
বিআরডি পাবনার উপ-পরিচালক মুহম্মদ জহিরুল হক খান, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পাবনা জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক হাসান আলী এবং জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় পাউবো, পাবনার সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, মহামান্য হাইকোর্টে আর একটি রীট রয়েছে, যার চুড়ান্ত সুনানী ৩০ নভেম্বর ২০২১ ইং হবার কথা।