পাবনার চাটমোহর রেলস্টেশন প্লার্টফোরমে চা বিক্রেতা মাজেদা এখন জনপ্রতিনিধি
- প্রকাশিত সময় ০৮:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 64
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ( ১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন রেলস্টেশন প্লার্টফোরমে চা বিক্রেতা মাজেদা খাতুন।
তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের মৃত আব্দুস সোবাহানের স্ত্রী।
চাটমোহর রেলস্টেশনের উত্তর পার্শ্বে ওভারব্রিজ সংলগ্ন পশ্চিমে ছোট্ট একটি দোকান খুলে প্রায় ২০ বছর যাবত চা বিক্রি করেন জীবন যুদ্ধের লড়াকু সৈনিক মাজেদা খাতুন।
একজন দরিদ্র সাধারণ বিধবা নারী চা বিক্রির পাশাপাশি কখন যে এলাকার মানুষের মন জয় করে ফেলেছেন তা বুঝে উঠতেই পারেনি এলাকাবাসী। তাই ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন মাজেদা।
নির্বাচিত ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, আমি একজন গরীব বিধবা নারী। মানুষ ভালোবেসে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এলাকাবাসীর কাছে আমি ঋণী ও চির কৃতজ্ঞ। তাই আমি মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।
চা বিক্রির পাশাপাশি বিশেষ করে গ্রামের অবহেলিত অসহায় দুস্হ নারীদের পাশে থেকে তাদের সাহায্য-সহযোগিতা করে যেতে চাই। ইচ্ছা থাকলে যে কোন পেশায় থেকেই জন মানুষের কল্যাণে কাজ করা সম্ভব বলে আমি মনে করি। সে ক্ষেত্রে দরকার মানুষের আন্তরিক সহযোগিতা।