পাবনার চাটমোহরে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃকভ্রাম্যমান আদালত পরিচালিত
- প্রকাশিত সময় ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / 73
পাবনা প্রতিনিধিঃ আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার ১২টায় ( পাবনা)চাটমোহর পৌর সদরের পুরান বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
পাবনা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মো: জহিরুল ইসলাম ভ্রাম্যমান আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমান আদালত ব্যবসা প্রতিষ্ঠান গুলোয় পাবলিক প্লেসে হালনাগাদ পণ্য/দ্রব্যের মূল্য তালিকা না থাকায় দু/তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত জনসম্মুখে খোলা ও প্যাকেটজাত লবনে আয়োডিন পরীক্ষা করে। আয়োডিন বিহীন প্রায় ৫০ কেজি খোলা লবন উদ্ধার করে পাশের বড়াল নদী তীরে জনসম্মুখে তা ধ্বংস করা হয়।
সময় চাটমোহর থানার এএসআই নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আসলাম হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।