পাবনার ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ
- প্রকাশিত সময় ০৭:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / 149
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঃ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র ওপর সন্ত্রাসী হামলা ও রাজাকার পুত্র কর্তৃক লাঞ্চিত করার ঘটনায় ঈশ্বরদীতে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকেলে শহরের মাহবুব স্মৃতি মঞ্চে বীর মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অবিলম্বে দোষী রাজাকার পুত্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল। প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান, আব্দুল সালাম খান।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, অধ্যাপক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন,
বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, প্রেসকাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল বাতেন, সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ই.ম. শহিদুল ইসলাম, শহীদ স্মৃতি পাঠাগারের মোস্তাক আহমেদ কিরণ, পৌর কাউন্সিলর ফিরোজা বেগম প্রমূখ।
সভা সঞ্চলানা করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের মিলন রহমান।