যশোরের বেনাপোলে আন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশনে ওমিক্রন রোধে বাড়তি সতর্কতা
- প্রকাশিত সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / 70
বেনাপোল প্রতিনিধি:-দক্ষিন আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় আবাররও সতর্কতার বার্তা নিয়ে নড়েচড়ে উঠেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
এরই পরিপেক্ষিতে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন “ওমিক্রন” নিয়ে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশনে বাড়তি সতর্কতায় যাত্রীদের জন্য হাত ধোবার ব্যবস্থা ও মাস্ক ছাড়া ইমিগ্রেশনে প্রবেশরত পাসপোর্ট যাত্রীদের মাস্ক বিতারণ এবং স্বাস্থ্য সচেতনতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন।
গত ২৯ নভেম্বর স্বাস্থ্য অভিদপ্তরের পাঠানো এক চিঠিতে বন্দর এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
সরকারের নির্দেশনা অনুসারে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-যুক্তরাজ্য, গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মরিশাস, জিম্বাবুয়ে, হংকং ও ইসরায়েল।
আর এ সমস্ত দেশ থেকে যেসব যাত্রীরা বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু বলেন, ভারত থেকে বাংলাদেশে আসা প্রতিটি পাসপোর্ট যাত্রীকে ইমিগ্রেশনের ভেতরে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এসময় যদি কোন যাত্রী মাস্ক বিহীন প্রবেশ করে, তাহলে তাদেরকে ইমিগ্রেশনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে।