সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী সিয়ামের কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ, মুগ্ধ শ্রোতারা
- প্রকাশিত সময় ০৭:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / 52
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে খারুয়াজংলা প্রতিবন্ধী বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থী সিয়াম সুন্দরভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শুনে মুগ্ধ হলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাতীয় সংসদ সদস্য এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
গত ৩ ডিসেম্বর জাতীয় প্রতিবন্ধী দিবসে দৃষ্টি প্রতিবন্ধী সিয়াম বঙ্গবন্ধুর ভাষণ সুন্দরভাবে উপস্থাপন করেন। তার ভাষণ শুনে মুগ্ধ হয়ে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা শিশুটিকে বিশেষ পুরষ্কার প্রদান করেন।
স্কুলের প্রধান শিক্ষক রুকসানা জামান কনিকা জানান, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এই শিশুটি প্রথম থেকেই বঙ্গবন্ধুর ভাষণ টেলিভিশনের মাধ্যমে শোনে এবং ধীরে ধীরে সে পুরো ভাষণটি আয়ত্ব করে ফেলে।
সে বার বার ক্লাসের মধ্যে এই ভাষণ দিতে থাকে। শিশুটির বাবা বাচ্চু মিয়া একজন ভ্যান চালক। তার দু’টি সন্তানই প্রতিবন্ধী। ছেলে সিয়াম দৃষ্টি প্রতিবন্ধী এবং মেয়ে বাছিয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী।