বিজ্ঞপ্তি :
গাইবান্ধা জেলায় এখনও বাড়েনি শীতের তীব্রতা!
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / 189
গাইবান্ধা প্রতিনিধিঃ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সোনারাঙা রোদ। উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। এসেছে শীত।
গাইবান্ধা ও তার আশে পাশে এখনও তীব্র শীত পড়েনি। অন্যান্য বছর গুলোতে এই সময়টাতে প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়ত এই অঞ্চলের মানুষেরা। এবারে এখনও নেই খুব একটা শীতের তীব্রতা।
তবে সন্ধ্যা হবার পর শীতের তীব্রতা শুরু হয়। রাত যত বড়ে শীতের তীব্রতাও বাড়তে থাকে। সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে সমস্ত অঞ্চল।
শীতের সরিষা ফুলের হলদে-সোনালি রঙের সেজে উঠেছে গাইবান্ধার ফসলি জমিগুলো। আর শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এজেলার নিম্ন আয়ের মানুষেরা।
শীতের সময় যেকোনো ভাইরাসজনিত রোগ বাড়ে। এ সময়ে মানুষের শরীরে ইমিউনিটি কমে যায়। এ কারণে শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা।