সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকাশিত সময় ০৭:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / 72
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর সরকারি কলেজ থেকে মেডিকেল কলেজ, ইন্ধিসঢ়;জনিয়ারিংকলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক প্রফেসর মেরিনা জাহান কবিতা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো রেজাল্ট করে শাহজাদপুরের
মুখ উজ্জ্বল করবে।
মনে রাখবে, লেখাপড়া ছাড়া জীবনে উন্নতি করা যায় না। শিক্ষার মানউন্নয়ন ও কলেজের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবদুস ছাত্তারের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন, কৃতি শিক্ষার্থী কমিটির সহযোগী অধ্যপক আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যপক হাবিবুর রহমান,
সহকারী অধ্যপক রায়হান আলী সরকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, আসাদুল্লাহ তুষার, শেখ কাজল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যপক আসমত আলী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অন্যদিকে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার জন্মদিন উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে কেক কাটা হয়।