পাবনার ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় ১৫হাজার ২শত টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 119
স্টাফ রিপোর্টার: পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার ২শত টাকা জমিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার ভুমি ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভাঙ্গুড়া, বিপাশা হোসাইন। গতকাল ১৮ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপি উপজেলার নির্বাচনী এলাকা খানমরিচ ইউনিয়ন ও দিলপাশার ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে নির্বাচনী এলাকায় ভাঙ্গুড়া সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে ইউনিয়রন নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২(২) ধারা মোতাবেক খানমরিচ ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থীকে ১হাজার টাকা, ঘোড়া প্রতীকের প্রার্থীকে ১০হাজার টাকা।
একই দিনে দিলপাশার ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থীর যথাক্রমে চশমা প্রতীকের প্রার্থীকে ২হাজার টাকা ও ঘোড়া প্রতীকের প্রার্থীকে ২হাজার টাকা এবং মোবাইল কোর্ট পরিচালনা করতে অসহযোগিতা করায় ২শ’ টাকা সহ মোট ১৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন বলেন, এধরণের অভিযান চলমান থাকবে।