বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ আর নেই
- প্রকাশিত সময় ০৫:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / 83
নিজেস্ব প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার শহীদ আমিনপাড়ার অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মৃত মোজাম্মেল হকের বড় ছেলে বাংলাদেশের রেলওয়ের প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ সোমবার ২০ ডিসেম্বর বেলা ১২ টায় ঢাকায়স্থ বারডেম হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন।
মৃত্যুকালে বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ স্ত্রী, ৫ ছেলে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার ২১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ দৈনিক স্বত:কন্ঠ‘র সম্পাদক ও প্রকাশক নূরউদ্দিন শফি কাজলের বড় ভাই।
বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ এর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদীর পৌর মেয়র ইসহাক আলী মালিথা।
মুক্তিযোদ্ধা কমান্ড ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমানশহিদ এবং কল্যাণ সম্পাদক এস এম মাহবুব অলম, পাবনা রিপোর্টাস ইউনিট এর সভাপতি কাজী বাবলা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুন্ডু ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।