ঈশ্বরদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ এর দাফন সম্পন্ন
- প্রকাশিত সময় ১১:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / 125
নিজেস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ঈশ্বরদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ সেন্টু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল ১১টায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্তান মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ এর গার্ড অব অনার ও জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ এর শেষ বিদায়ে প্রশাসনের স্যালুট টিম, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, নিকটজন ও গুণগ্রাহীরা উপস্থিত থেকে মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া করেন।
বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ সেন্টু (৮৭) বার্ধক্যজনিত রোগে সোমবার ২০ ডিসেম্বর বেলা ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ সেন্টু (৮৭) সাবেক ফুড ইন্সপেক্টর মরহুম মোজাম্মেল হকের জ্যেষ্ঠ সন্তান।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ ডা. আব্দুর রউফ, বাসস এর সাংবাদিক সলিম উল্লাহ সেলিম ও দৈনিক স্বত:কন্ঠ‘র সম্পাদক ও প্রকাশক নূরউদ্দিন শফি কাজলের বড় ভাই।