পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মাঝে কোভিট-১৯ টিকা প্রদান
- প্রকাশিত সময় ০২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / 152
স্টাফ রিপোর্টারঃ ইমন আহম্মেদ: করোনা সংক্রমনরোধে পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ১৮ জানুয়ারি সকাল ৯.৩০ হইতে ১২থেকে ১৮ বছর বয়সী ১ হাজার ৫শ’ জন শিক্ষার্থীকে টিকাদান করা হয়।
অপর দিকে পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জমিদার রহমান জানান, শিক্ষার্থীদেরকে করোনা সংক্রমরোধে প্রথম ড্রোজ টিকাদান আজকের মধ্যেই সম্পন্ন করা হবে।
এর পর গত ১৮ জানুয়ারী থেকে ওই সকল টিকা দান শুরু হয় পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের।
তাছাড়া প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সকাল থেকে একই সাথে টিকা নিতে আসায় সংশ্লিষ্ট টিকাদানকারী নার্স —স্বাস্থ্যস্বেবীরা বেসামাল হয়ে পড়েন।
শিক্ষার্থীরা জানান, সকাল ৯ টা থেকে লাইনে দাড়িয়ে ২ থেকে ৩ ঘন্টা পরে টিকা পায়।
পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক জানান, করোনা টিকা দেওয়ার সরকারি নির্দেশনা পাওয়ার পর নিবন্ধনকৃত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হয়।