টাঙ্গাইলের ভূঞাপুরে খাবারের সন্ধানে বনের বানর এখন লোকালয়ে
- প্রকাশিত সময় ০৭:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / 108
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে দুটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। বুধবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার পৌরসভার এলাকায় এই দৃশ্য দেখা যায় ।
সরেজমিনে দেখা যায়, ভূঞাপুর পৌরসভার পূর্ব ভূঞাপুর এলাকার দেওয়ানবাড়ি মাদরাসা থানার উত্তর-পাশের বিভিন্ন বাসা বাড়িতে খাবারের জন্য বানর দুটি ঘুরে বেড়াচ্ছে।
মধুপুর বনাঞ্চল থেকে ভূঞাপুরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এতে খোলা ট্রাকে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। পরে বানরগুলো তাদের সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে।
প্রতিনিয়তই লোকালয়ে এমন অভুক্ত বানর দেখা যাচ্ছে। বাড়ির ছাদে উঠলে লোকজন খাবারও দিচ্ছে। অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে।
পূর্ব ভূঞাপুরের বাসিন্দা হুরমুজ আলী, শাবলু বলেন, গত দুইদিন ধরে বানর দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। খাবার না পেয়ে হয়তো বনের থেকে চলে এসেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন, বানরগুলোর বিষয়ে বন কর্তৃপক্ষ উদ্যোগ নিবে। এখানে আমাদের কিছু করার নেই। তবে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসা দেওয়া হয়।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, হয়তো বানরগুলো দল ছুট হয়ে চলে এসেছে। আবার তারা বনে চলে যাবে। এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।