সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে একটি গ্রাম পুরুষ শূন্য
- প্রকাশিত সময় ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / 39
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে মোল্লা গোষ্ঠী ও ঐক্যজোট গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ২’শ ৮ জনের বিরুদ্ধে মামলা হওয়ায় একটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে।
গতকাল শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে ঐক্যজোটের একটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় মহিলা ছাড়া কাউকে দেখা যায়নি। গো-সম্পদ এলাকা হওয়ায় লুট হওয়ার আশংকায় তারা গরু বাছুর অন্যত্র সরিয়ে নিয়ে গেছে।
এদিকে পুলিশের টইল জোরদার করা হয়েছে। জানা গেছে, বাঘাবাড়ি মোল্লা গোষ্ঠী ও ঐক্যজোট গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মোল্লা গোষ্ঠীর সমর্থক শরিফুল ইসলাম নিহত হওয়ায় তার স্ত্রী রিতা খাতুন বাদি হয়ে ৯১ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে।
এদের মধ্যে আলিম ও নিজামকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পুলিশ বাদি হওয়ায় মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ওসি অপারেশন আব্দুল মজিদ জানান, আমরা দুইটি মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
অন্যদিকে মোল্লা গোষ্ঠীর সমর্থক আলী জানান, ঐক্যজোটের লোকেরা সবুরা খাতুন (৯০) এক অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে তাকে মারার ষড়যন্ত করছে। ওই বৃদ্ধ মারা গেলেই মোল্লা মামলা দায়ের করবে বলে ধারণা করছে