পাবনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জমজমাট প্রচারনা
- প্রকাশিত সময় ০৮:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / 100
পাবনা প্রতিনিধিঃ আসন্ন পাবনা জেলা আইনজীবী সমিতির-২০২২ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নিয়ে জমজমাট হয়ে উঠেছে প্রচারণা। প্রার্থী-সমর্থকদের জনসংযোগে মুখরিত সমিতির ভবন প্রাঙ্গন। আগামী বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতি ভবন ঘুরে দেখা গেছে, প্রতিটি প্যানেলের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে প্রচারণায় নেমেছেন আইনজীবী নেতারা। এছাড়া প্যানেলের পক্ষে নিজ নিজ সমর্থকরাও ভোট চাচ্ছেন।
প্যানেল পরিচিতি, সভাপতি এবং সম্পাদকের ব্যক্তিগত পরিচিতি, বারের অতীতের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান ও নির্বাচনে জয়ী হলে উন্নয়নের প্রতিশ্রুতির লিফলেট বিতরণ করছেন তারা।নির্বাচনে মোট ৩৬১ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
৫টি সম্পাদকীয় ও ৪টি সাধারন সদস্য পদ সহ মোট ১৩টি পদের বিপরীতে ২৫জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।১৩ পদের বিপরীতে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত শওকত আলী ছিকাত- তৈফিক ইমাম খান পরিষদ সবকটি পদেই প্রার্থী দিয়েছেন।
তবে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মাসুদ- শাহিন প্যানেলে একজন সদস্য খালি রেখে বাকি ১২ পদে প্রার্থী দিয়েছেন।ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি প্রার্থী শওকত আলী ছিকাত ও সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ্ব তৈফিক ইমাম খান (তৈফিক)।
‘ছিকাত- তৈফিক ইমাম’ প্যানেলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ ও কাজী মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ আলহাজ্ব কাজী সাইদুর রহমান, যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) মকিবুল আলম লাভলু, যুগ্ম-সম্পাদক (লাইব্রেরী) আল-আমিন, যুগ্ম-সম্পাদক (সাংস্কৃতি) রফিকুল ইসলাম ও অডিটর পদে আকরামুজ্জামান মামুন প্রার্থী হয়েছেন।
এই প্যানেলের সদস্য পদে মৌসুমী আক্তার, কাউসার আহমেদ কাজল, সাইফুল ইসলাম ও আশরাফুজ্জামান প্রিন্স প্রার্থী হয়েছেন।অন্যদিকে, বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন শাহিন।
এ প্যানেলের সহ-সভাপতি সামসুদ্দোহা জামী ও আবু বক্কর চৌধুরী ফরহাদ, কোষাধ্যক্ষ পদে খন্দকার আবু সাফা, যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) পদে গোলাম সরোয়ার খান জুয়েল, যুগ্ম সম্পাদক (লাইব্রেরী) পদে সাখাওয়াত হোসেন জুয়েল, যুগ্ম-সম্পাদক (সাংস্কৃতি) পদে নীলা খাতুন, অডিটর পদে মাকছুদুর রহমান রানা এবং সাধারণ সদস্য পদে পলাশ আলী, কামাল হোসাইন ও রবিউল ইসলাম প্রার্থী হয়েছেন।
সপ্তাহ ধরে চলা নির্বাচনী প্রচারণায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন চেয়ে পোস্ট করেছেন অনেকে। চারিদিকে শুধু ব্যানার আর পেস্টুনে আদালত প্রাঙ্গনে বইছে নির্বাচনী আমেজ।
নবীন-প্রবীণ মিলে ৩৬১ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করে এক বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক করবেন।এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মূল প্রার্থীসহ অনেকে নিজ নিজ অবস্থান থেকে অতিশয় যোগ্য।
কিন্তু নতুন অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীরাই জয়-পরাজয়ে ফ্যাক্টর হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। এটি মাথায় রেখেই প্রার্থীরা যে যার মতো কৌশলে নবীন ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।
তবে তা কে কতটুকু পেরেছেন সেটি জানতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।চেহারা বা প্যানেল বিবেচনায় নয়, কর্মদক্ষতা, সাহসিকতা ও যোগ্যতা বিবেচনা করে আইনজীবীরা নেতা নির্বাচন করবেন বলে জানান সাধারন আইনজীবী ভোটাররা।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ্ব তৈফিক ইমাম খান (তৈফিক) দৈনিক স্বতঃকন্ঠ কে বলেন, নির্বাচিত হলে বার ও বেঞ্চের মর্যাদাপূর্ণ সম্পর্ক সমুন্নত রেখে বিচারপ্রার্থী অসহায় জনসাধারণের ন্যায় বিচার প্রাপ্তিতে কাজ করবো (ইনশাল্লাহ্)।
উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও আইনজীবীদের পেশাগত মান বৃদ্ধিতে এই প্যানেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশ্বাস দেন তিনি।উল্লেখ্য, ২০২১ সালের ২৮ জানুয়ারী পাবনা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এতে বেলায়েত হোসেন বিল্লু সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।প্রসঙ্গত, ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত পাবনা জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৩৬১ জন। গত বছর নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ২৬ জন। এরাই বৃহস্পতিবার নির্বাচনে প্যানেলের জয়-পরাজয়ে নির্ণয়ে অনেকটা ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।