ডাল ও বীজ উৎপাদন সংরক্ষণের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / 98
ঈশরদী প্রতিনিধইঃ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী, পাবনা কর্তৃক ২৭ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ইঅজও-ওঈঅজউঅ-ঙঈচঋ ঈড়ষষধনড়ৎধঃরাব গড়ফবৎহ ঢ়ৎড়ফঁপঃরড়হ বপযহড়ষড়মু ড়ভ ঢ়ঁষংব পৎড়ঢ়ং এর উপর এক কৃষক প্রশিক্ষণ অত্র কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম উপজেলার ৬৫ জন ডাল চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন করেন ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র,বিএআরআই,ঈশ্বরদী,পাবনার পরিচালক (চলতি দায়িত্বে) ড. মোঃ মহি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. মোঃ আলতাফ হোসেন,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী ।
ড. এফ. এম. আবদুর রউফ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী, পাবনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালা সঞ্চালনা করেন- দেবাশীষ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী,পাবনা।
এসময় ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই,ঈশ্বরদী,পাবনা এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-গবেষণা মাঠে ডাল উৎপাদনের ফলন বেশি হলেও কৃষকের জমি থেকে সেই কাঙ্খিত ফলন পাওয়া যায় না।
কিভাবে আমাদের ডাল ফসলের উৎপাদন বাড়ানো যায় সেই লক্ষ্যে গবেষণা ও কৃষকদের নতুন নতুন উচ্চফলনশীল জাত চাষাবাদ করতে হবে।
তিনি আরো বলেন- ডাল ফসল মাটি,গবাদি পশু ও একই সাথে মানুষের পুষ্টি নিরাপত্তা,স্বাস্থ্য ও জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গর্ভবতী মহিলাদের খনিজ উপাদানের ঘাটতি পূরণ ও শিশুদের বুদ্ধি বিকাশে সহায়তা করে।
একই জমিতে একই ফসল বারবার চাষাবাদ না করে বিভিন্ন ডালজাতীয় ফসল চাষ করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে বলেন প্রতিবছর কৃষি জমি ০.৭৯% হারে কমে যাচ্ছে, এভাবে যদি জমি কমতে থাকে তাহলে আমাদের অনেক ফসলই চ্যালেঞ্জের মুখে
পড়বে কিন্তু আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ডাল ফসলের নতুন নতুন জাত ও প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই।
কাজেই ডাল ফসলের গবেষণা ও উৎপাদনের সাথে জড়িত বিজ্ঞানী,সম্প্রসারণবীদ এবং আমরা যাদের জন্য কাজ করি সেই কৃষক,সকলকেই অল্প জমিতে অধিক ফলন পাওয়ার জন্য আধুনিক জাত ও প্রযুক্তি ব্যবহারে আরও সতর্ক ও মনোযোগি হতে হবে।
আর এভাবেই আমরা আমাদের যে বাড়তি খাদ্য চাহিদা তা পূরণে অবদান রাখতে পারবো। উক্ত প্রশিক্ষণে কৃষকগণ সরেজমিনে ডাল গবেষণা কেন্দ্রের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন ডাল ফসলের জাত ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং ভবিষ্যতে তাদের মাঠে ডাল ফসল চাষাবাদের জন্য আগ্রহ প্রকাশ করেন।