কবি মধুসূদন দত্ত’র জন্মদিন উপলক্ষে উত্তরণ পাবনা’র সাহিত্য আড্ডা
- প্রকাশিত সময় ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / 178
পাবনা সংবাদদাতাঃ দেশের অন্যতম সাহিত্য ও সংস্কৃতি সংগঠন উত্তরণ পাবনা কবি মধুসূদন দত্ত’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাহিত্য আড্ডার আয়োজন করে।
শুক্রবার ২৮ জানুয়ারি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর মুক্তমঞ্চ মাঠে বিকেল ৫ টায় বাংলার সনেট কবিতা লেখার মুকুট অর্জন করা কবি মাইকেল মধুসূদন দত্ত’র জন্মদিন উপলক্ষে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সাহিত্য আড্ডায় সংগঠনের সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলামের উপস্থাপনায়, উত্তরণ পাবনা’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গীতিকার আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে কবিতা পাঠে অংশগ্রহণ করেন মুক্ত দৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি কবি শফিক আল-কামাল, সহ-সভাপতি কবি মোঃ জামিল হোসেন।
সাহিত্য আড্ডা আলোচনায় উত্তরণ পাবনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন ২৫ জানুয়ারি ১৮২৪ সালে যশোরের সাগরদাঁড়িতে, কবি ৪৯ বছর বয়সে ২৯ জুন ১৮৭৩ সালে মৃত্যু বরণ করেন। কবি প্রথমত পাশ্চাত্য সাহিত্যের আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন, পরবর্তীতে তিনি মাতৃভাষার প্রতি মনোযোগী হন। তিনি একাধারে কবি ও নাট্যকার ছিলেন। কবির বিখ্যাত রচনা মেঘনাদবধ কাব্য।
আলোচনা শেষে কবিতা পাঠ করেন উত্তরণ পাবনা’র সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সদস্য কবি অশ্রু সাগর আনোয়ার, শাখা সমন্বয় সম্পাদক ফাহাদ আলম, সদস্য ডান্সার সুপ্ত নীড়, মোঃ ইমরান হোসাইন, মোঃ মেহেদী হাসান জাহিদ প্রমূখ।