ঈশ্বরদীর মুলাডুলিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৪:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / 179
বার্তাকক্ষঃ ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া গ্রাম থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের মোঃ রেজাউল করিম এর ছেলে মোঃ সাকিব হোসেন শাওন (১৯)।
বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি বেলা ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে একটি চৌকশ অভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া গ্রামের রেজা নগর বেদুনদিয়া কেন্দ্রীয় গোরস্থান সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার সহযোগী রবিন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
পলাতক মাদক ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী থানার বেদুনদিয়া মোঃ লিটনের ছেলে মোঃ রবিন(২২)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।