সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা নিতে উপচে পড়া ভীড়
- প্রকাশিত সময় ০৭:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / 78
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে টিকা নিতে উপচে পড়া ভীড় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে হঠাৎ করেই করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মানুষের মনে আতংক লক্ষ্য করা গেছে।
শুক্রবার ছুটির কারণে গতকাল বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে নারী ও পুরুষের ভীড় ছিল চোখের পড়ার মতো। লাইন ধরে মানুষকে টিকা নিতে দেখা গেছে।
অনেকে ১ম ডোজ কেউ ২য় ডোজ কেউবা ৩য় ডোজ টিকা নিতে দেখা গেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন আলম
জানান, টিকা নিতে প্রতিদিন আগের চেয়ে বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে ভীড় করছে জনসাধারণ।
আমরা নিয়ম তান্ত্রিক ভাবে টিকা প্রদান করছি। দু’টি ভাবে ভাগ করে আমরা টিকা প্রদান করছি। ইতোমধ্যে শাহজাদপুরে প্রায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়াও টিকা দিতে আমরা ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রাখছি। তিনি আরও বলেন শুধু টিকা নিলেই হবে না সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এ পর্যন্ত শাহজাদপুরে মোট ৩ লক্ষ ৫০ হাজার মানুষকে ১ম ডোজ টিকা দেয়া হয়ছে।