পাবনায় স্বাস্থ্যবিধি মেনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্ভব
- প্রকাশিত সময় ০৮:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / 46
পাবনা প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পাবনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন করোনা সংক্রমন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সারা দেশের মত পাবনাতেও এবার স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার কথা জানিয়েছেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান থেকে ২ জন থেকে সর্বোচ্চ ৫ জন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পন করতে পারবেন। কোন শোভাযাত্রা হবেনা।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব ক্যাপাসে শুধুমাত্র টিকা গ্রহনকারী শিক্ষকদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে শ্রদ্ধা
জানাতে হবে।
প্রতিটি মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল কর্মসুচী পালিত হবে ভার্চুয়ালী বা অনলাইনে।
এ প্রস্তুতি সভায় বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।