পাবনার ঈশ্বরদীতে বালু বোঝাই ট্রাকে পিষ্ট মেহেদীকে পঙ্গুতে স্থানান্তর
- প্রকাশিত সময় ০৯:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / 188
নিজস্ব প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বালুবোঝাই ড্রাম ট্রাকে পিষ্ট যুবক মেহেদীর শেষ আশ্রয় হয়েছে ঢাকা পঙ্গু হাসপাতালে। রবিবার ১৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭ ঘটিকায় উপজেলার সাড়া ইউনিয়নের চাঁদমারী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহত মোঃ মেহেদী সাড়া এলাকার মোঃ জুয়েল রানার ছেলে।
জানাযায়, রবিবার সকাল আনুমানিক ৭,৩০ মিনিটের সময় ঈশ্বরদীর ১ নং সাঁড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাঁদমারি মোড় থেকে ঈশ্বরদী শহরের উদ্দেশ্যে রিক্সা যোগে রওনা দেন মেহেদী (১৮)। এ সময় রিক্সাটি ঝাউদিয়া জামে মসজিদের সামনে পৌঁছালে একটি বালু বোঝাই দশ চাকা ড্রাম ট্রাক এসে সজরে রিক্সার পেছন ধাক্কা দেয়। এতে রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়েন মেহেদী। রিক্সা থেকে পরে মেহেদী মারা গিয়েছে ভেবে ট্রাক চালক গাড়ী চালিয়ে দ্রুত পালাতে গেলে মেহেদীর পায়ের উপর দিয়ে বালু বোঝাই দশ চাকা ড্রাম ট্রাকের চাকা তার পায়ের উপর দিয়ে উঠে যায় ৷ এতে মেহেদী গুরুতর আহত হয়।
আহত অবস্থায় মেহেদীকে প্রথমে ঈশ্বরদী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতলে নেওয়া হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফর্ড করেন । তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছে চিকিৎসকরা।
এ সংবাদ লেখা পর্যন্ত মেহেদীর অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।