রাজশাহীর বাঘায় ৩ ইউনয়ন পরিষদে নবনির্বাচিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ
- প্রকাশিত সময় ০৩:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 94
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ নবনির্বাচিত সংরিক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার তিনটি ইউনিয়নে নবনির্বাচিত ২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্যসহ মোট ৩৬ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা নবনির্বাচিত সংরিক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণের শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল আলম সহ উপজেলার বাউসা, আড়ানী ও চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ বাঘা উপজেলার বাউসা, আড়ানী ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।