পাবনার ঈশ্বরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
- প্রকাশিত সময় ০৮:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / 187
নিজেস্ব প্রতিনিধিঃ “প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, পুষ্টি মেধা দরিদ্র বিমোচন” স্লোগানে ঈশ্বরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার পি এম ইমরুল কায়েস এর সভাপতিত্বে প্রদর্শনী পায়রা উড়িয়ে উদ্বোধন করেন পৌর মেয়র ইছাহাক আলী মালিথা।
এ সময় প্রধান অতিথি হিসাবে ইছাহাক আলী মালিথা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্রীমতি মিতা সরকার, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, প্রাণী সম্পদ বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তাসরিফুল ইসলাম, কাউন্সিলর আবু জাহিদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত নুরুন্নাহার বেগম, সফল খামারি রবিউল ইসলাম ও আরআরপি এগ্রো ফার্ম ও রফিক মেডিসিনের ম্যানেজার ডিরেক্টর মোহাম্মদ মনসুর আলম।
স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসাইন। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিক, সুধিজন ও শতাধিক খামারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত প্রদর্শনীতে অর্ধ শতাধিক স্টল সাজানো হয়। প্রদর্শনীতে প্রায় ৪০ টি ষ্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেরা, হাঁস-মুরগী, কবুতর, পোষা পাখি, পোলট্রির খাদ্য, হ্যাচারী এবং বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধ প্রদর্শন করা হয়।
এছাড়াও বিভিন্ন অভিজ্ঞতা খামারিদের প্রদর্শনীতে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবিলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁসমুরগি প্রদর্শন করা।
বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা ও উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যাবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রাণিসম্পদ ক্যাটাগরিতে ঈশ্বরদীতে ৬ জন খামারি জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক পেয়েছেন।