দীপার আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
- প্রকাশিত সময় ০২:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / 99
নিজেস্ব প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বহুল আলোচিত দীপার আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
সোমবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকার সময় ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে দীপার আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে এই মানববন্ধন করে পরিবার ও এলাকাবাসী।
ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে “দীপা হত্যার বিচার চাই” স্লোগান দিতে দিতে ঈশ্বরদী প্রেস ক্লাব থেকে স্টেশন রোড হয়ে ঈশ্বরদী থানা চত্বরে যান দীপার পরিবার ও এলাকাবাসী।
দীপার পরিবার ও এলাকাবাসী থানা চত্বরে গিয়ে মৃত্যুর ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও ঈশ্বরদী থানায় পরিবারের মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
পরে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাদিউল ইসলাম দীপার পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা থানা চত্বর ত্যাগ করেন।
উল্লেখ্য, শনিবার ২৬ ফেব্রুয়ারী আলো জেনারেল হাসপাতালের কর্মী মোছাঃ দীপা খাতুন (২৬) নামের এক নারী ৪৫ লাখ টাকা দেনা থেকে রেহাই পেতে আত্মহত্যা করেন। সেদিনই ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ঈশ্বরদী থানা পুলিশ। অপরদিকে দীপার পরিবার আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে একটি লিখিত অভিযোগ দায়ের করতে চান কিন্তু সুরতহাল প্রতিবেদন পাওয়ার পরে তা গ্রহন করা হবে বলে জানান ঈশ্বরদী থানা কর্তৃপক্ষ।