যুদ্ধবিরতি প্রসঙ্গে রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনা
- প্রকাশিত সময় ০৭:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / 85
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সীমান্তবর্তী দেশ বেলারুশে রাশিয়া-ইউক্রেন দু’দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ও অন্যান্য কর্মকর্তারা রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
আলোচ্যসূচির মূল বিষয়গুলোও টুইটে উল্লেখ করেছেন তিনি। এগুলো হচ্ছে- অবিলম্বে যুদ্ধবিরতি, অস্ত্রসংবরণ এবং ধ্বংস হয়ে যাওয়া বা ক্রমাগত গোলাগুলির ভেতর থাকা গ্রাম-শহর থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর।
এক সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা গেছে, ইউক্রেনীয় প্রতিনিধিদল একটি কনফারেন্স রুমে প্রবেশ করছে এবং সেখানে রাশিয়ান প্রতিনিধিদল উপস্থিত আছেন। আলোচনা শুরু করার আগে ২ দলকে করমর্দন করতে দেখা গেছে।
এর আগে গত সোমবার ২ দেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন এবং কোনও সিদ্ধান্ত ছাড়াই সে বৈঠক শেষ হয়ে যায়।
সূত্রঃ বিবিসি।