ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

আর নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান পুতিনের

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৫:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / 141

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নিষেধাজ্ঞা জারি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান পরিস্থিতিতে নিত্যনতুন নিষেধাজ্ঞা আরও উত্তেজনা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার ৪ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতাপূর্ণ মনোভাব নেই, এবং আমার পরামর্শ হলো— নতুন কোনো নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করবেন না; কারণ এই পরিস্থিতিতে নিত্য নতুন নিষেধাজ্ঞা আরও বেশি উত্তেজনা তৈরী করবে।’

পশ্চিম যদি নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখে, সেক্ষেত্রে রাশিয়াও পাল্টা পদক্ষেপ নেবে বলে সতর্কবার্তা দেন পুতিন। এ সম্পর্কে তিনি বলেন, ‘রাশিয়া তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। আমরা কেবল সেই পরিস্থিতেই বৈরী পদক্ষেপ নেব, যখন প্রতিবেশীরা রাশিয়ান ফেডারেশনের ক্ষতি হয়— এমন পদক্ষেপ নেবেন।’

‘আমার মনে হয়, কীভাবে আমাদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে স্বাভাবিক করা যায়—তা নিয়ে আমাদের সবারই এখন চিন্তাভাবনা শুরু করা উচিত।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু নির্দেশ দেন পুতিন; এবং তিনি এই নির্দেশ দেওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে থাকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্যরা।

এসব নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে রুশ ব্যাংকগুলো, আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বেশ কিছু রুশ ব্যাংককে বাদ দেওয়া হয়েছে, ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এমনকি বিশ্বকাপ ফুটবল, উয়েফার মত আন্তর্জাতিক আসর থেকেও বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে।

অবশ্য রাশিয়াও থেমে নেই। ইতোমধ্যে রাশিয়ায় থাকা ইউরোপীয় নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত করেছে মস্কো। এছাড়া, বৃহস্পতিবার থেকে ইউরোপে গ্যাস সরবরাহও কমিয়ে দিয়েছে রাশিয়া।

আরও পড়ুনঃ ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস

আর নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান পুতিনের

প্রকাশিত সময় ০৫:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নিষেধাজ্ঞা জারি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান পরিস্থিতিতে নিত্যনতুন নিষেধাজ্ঞা আরও উত্তেজনা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার ৪ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতাপূর্ণ মনোভাব নেই, এবং আমার পরামর্শ হলো— নতুন কোনো নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করবেন না; কারণ এই পরিস্থিতিতে নিত্য নতুন নিষেধাজ্ঞা আরও বেশি উত্তেজনা তৈরী করবে।’

পশ্চিম যদি নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখে, সেক্ষেত্রে রাশিয়াও পাল্টা পদক্ষেপ নেবে বলে সতর্কবার্তা দেন পুতিন। এ সম্পর্কে তিনি বলেন, ‘রাশিয়া তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। আমরা কেবল সেই পরিস্থিতেই বৈরী পদক্ষেপ নেব, যখন প্রতিবেশীরা রাশিয়ান ফেডারেশনের ক্ষতি হয়— এমন পদক্ষেপ নেবেন।’

‘আমার মনে হয়, কীভাবে আমাদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে স্বাভাবিক করা যায়—তা নিয়ে আমাদের সবারই এখন চিন্তাভাবনা শুরু করা উচিত।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু নির্দেশ দেন পুতিন; এবং তিনি এই নির্দেশ দেওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে থাকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্যরা।

এসব নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে রুশ ব্যাংকগুলো, আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বেশ কিছু রুশ ব্যাংককে বাদ দেওয়া হয়েছে, ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এমনকি বিশ্বকাপ ফুটবল, উয়েফার মত আন্তর্জাতিক আসর থেকেও বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে।

অবশ্য রাশিয়াও থেমে নেই। ইতোমধ্যে রাশিয়ায় থাকা ইউরোপীয় নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত করেছে মস্কো। এছাড়া, বৃহস্পতিবার থেকে ইউরোপে গ্যাস সরবরাহও কমিয়ে দিয়েছে রাশিয়া।

আরও পড়ুনঃ ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস