পাবনার ভাঙ্গুড়ায় ৮দিন ব্যাপি ২৯ তম বই মেলা শুরু হতে যাচ্ছে
- প্রকাশিত সময় ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / 160
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ ‘বই হোক নিত্য দিনের সঙ্গী’ এই প্রতিপ্রাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় ৮ দিনব্যাপী ২৯ তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে রবিবার।
ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, রবিবার বিকাল ৫টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে এ বই মেলার উদ্বোধন করবেন।
ভাঙ্গুড়া সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই বিগত ২৮ বছর যাবৎ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিতকায় এবারও ৮ দিন ব্যাপি ২৯ তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানান, প্রতি বছরের ন্যায় এবারও রাজনৈতিক ব্যক্তি বর্গ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে বইমেলা শেষ হবে বলেও আশা প্রকাশ করেন।
বই মেলায় বুক স্টলসহ ৫৭টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। মেলা ও বই উৎসব চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।