বিজ্ঞপ্তি :
পাবনায় মর্জিনা লতিফ ট্রাস্টে দুই লাখ টাকা প্রদান করলেন অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / 116
নিজস্ব প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১১:৫০ রাত, ১০ এপ্রিল ২০২২
পাবনার অন্যতম বৃহৎ সমাজ সেবামূলক প্রতিষ্ঠান মর্জিনা লতিফ ট্রাস্টে দুই লাখ টাকা প্রদান করলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক, প্রস্তাবিত মাস্ট ইউসিভিার্সিটির চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়্যারম্যান, পাবনা রোটারি ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। গতকাল রোববার মর্জিনা লতিফ ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ ¦ আবদুল লতিফ বিশ্বাসের হাতে অনাড়ম্বর এক আয়োজনে অধ্যক্ষ বিশ্বাস চেক প্রদান করেন।
এ উপলক্ষে মর্জিনা লতিফ ট্রাস্টে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস মর্জিনা লতিফ ট্রাস্টের ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজ সেবামূলক কাজে মুগ্ধ বলে জানান। তিানি এ প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়িত্ব কামনা করেন। তিনি এ মহতী প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নও কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে চাঁপা বিবি ওয়াকফ্ এস্টেট লি: এর মোতাওয়াল্লি আলহাজ্ব হারুনর রশীদ খান লালজু, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ- সভাপতি, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর সাংবাদিক আখতারুজ্জামান আখতার উপস্থিত ছিলেন। মর্জিনা লতিফ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল লতিফ বিশ্বাস এ সময় অধ্যক্ষ মাহাতাব বিশ^াসকে ধন্যবাদ জানান। অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস জানান, তিনি আগামীতেও এ প্রতিষ্ঠানের সাথে থাকবেন।
আরও পড়ুনঃ
পাবনার ১১টি থানায় ১১টি অসহায় প্রতিবন্ধী পরিবারকে গৃহ হস্তান্তর
মর্জিনা লতিফ ট্রাস্টে দুই লাখ টাকা প্রদান করলেন অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস।
পাবনার ছাওয়াল হিসাবে আমি কাজ করতে চাইঃ অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব
পাবনা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন পরিদর্শন করলেন এমপি প্রিন্স ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
একই দিনে ঈশ্বরদীতে ৪ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
এই রকম আরও টপিক
মর্জিনা লতিফ ট্রাস্ট