পাবনা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন পরিদর্শন করলেন এমপি প্রিন্স ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
- প্রকাশিত সময় ০৩:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / 76
পাবনা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন পরিদর্শন করলেন এমপি প্রিন্স ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
মিজান তানজিল, পাবনা
প্রকাশিত: ০৩:২২ রাত, ১১ এপ্রিল ২০২২
বাংলা নববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাবনা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল। এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জেলা শিল্পকলা একাডেমীর সর্বশেষ অবস্থা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রবিবার বিকেলে পরিদর্শন শেষে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী, গণপূর্ত বিভাগের প্রকৌশলী সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ
পাবনার ১১টি থানায় ১১টি অসহায় প্রতিবন্ধী পরিবারকে গৃহ হস্তান্তর
মর্জিনা লতিফ ট্রাস্টে দুই লাখ টাকা প্রদান করলেন অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস।
পাবনার ছাওয়াল হিসাবে আমি কাজ করতে চাইঃ অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব
পাবনা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন পরিদর্শন করলেন এমপি প্রিন্স ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
একই দিনে ঈশ্বরদীতে ৪ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ