পাবনা জেলা ও পাবিপ্রবি ছাত্রলীগের উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা
- প্রকাশিত সময় ০৮:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / 119
বার্তা সংস্থা পিপ (পাবনা)
প্রকাশিত: ০৮:০৮ রাত, ১১ এপ্রিল ২০২২
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পাবনা জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়েছে। একই সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার আগামী নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতি মুরাদ হাসান টিপু ও উপ-দফতর সম্পাদক ইমরান শেখ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নিবেন। কমিটি বিলু্প্িত হওয়া পাবনা জেলার অধীনস্থ উপজেলা, থানা বা কোনও ইউনিটের কমিটি ঘোষণা করতে পারবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। সম্প্রতি বিভিন্ন উপজেলা কমিটি ঘোষণার পরিপ্রেক্ষিতে কমিটির বিলুপ্তি অস্বীকার করে তাজুল বলেন, এর সঙ্গে কমিটির বিলুপ্তির কোনও সংশ্লিষ্টতা নাই। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া আমাদের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির ভেঙে দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জানুয়ারি দ্বিবার্ষিক সম্মেলনের পর ২৮ জানুয়ারি নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় পাবনা জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শিবলী সাদিককে এবং সাধারণ সম্পাদক করা হয় এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামকে। পরে ২০১৯ সালের জুলাই মাসে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়কের দায়িত্ব পাওয়ায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে সভাপতির পদ শূন্য থাকার পর ২০২১ সালের ১৮ নভেম্বর সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
এদিকে একই দিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিও ভেঙে দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ হয়েছে জানিয়ে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
আরও পড়ুনঃ
বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করতে হবে : রেলওয়ে পোষ্য সোসাইটি
মর্জিনা লতিফ ট্রাস্টে দুই লাখ টাকা প্রদান করলেন অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস।
পাবনার ছাওয়াল হিসাবে আমি কাজ করতে চাইঃ অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব
পাবনা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন পরিদর্শন করলেন এমপি প্রিন্স ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
একই দিনে ঈশ্বরদীতে ৪ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
বেড়ায় সাংবাদিক আরিফ ইফতেখারের বিরুদ্ধে মামলা