সাঁথিয়ায় গ্রামীণ সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
- প্রকাশিত সময় ০৮:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / 94
স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারী না থাকায় এমনটি অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো ।
বার্তা সংস্থা পিপ (পাবনা)
প্রকাশিত: ০৮:৪৫ রাত, ১১ এপ্রিল ২০২২
পাবনার সাঁথিয়ায় স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে ২০২১-২০২২ অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কোনবাড়ীয়া আরএইচডি -বনগ্রাম জিসি প্রায় ১১ কিঃ মিঃ সড়ক এইচবিবিকরণ নির্মাণ কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে। অনিয়মের কারণে বেশ কয়েকবার কাজে বাধা দিলেও কোনরুপ তোয়াক্কা না করেই নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করে চলেছেন ঠিকাদারেরা।,পরে এলাকাবাসীর চরম বাধার মুখে স্থানীয় সরকার অধিদপ্Íতরের নির্দেশে সড়কের নিম্নমানের খোয়া অপসারণ করেন। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারী না থাকায় এমনটি অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো ।
সাঁথিয়া স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সুত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ২০২১-২০২২ অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কোনবাড়ীয়া আরএইচডি উপজেলার বনগ্রাম জিসি প্রায় ১১ কিঃ মিঃ সড়ক (যার আইডি নং-১৭৬৭২২০০২) প্যাকেজের মাধ্যমে নির্মাণ কাজের দায়িত্ব পান মেসার্স হারুন এন্টারপ্রাইজ,পাকশি ইশ^রদি, ঢালী কনসট্রাকশন ঢাকা ও মেসার্স দেলোয়ার ট্রেডার্স চকছাতিয়ানী।
কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের ইট-বালি ব্যবহার করে তরিঘরি করে রোলার দিয়ে লেপে দিয়েই বালি মেরে দিচ্ছে সড়কে। এতে করে বুঝার উপায় নেই নিম্নমানের খোয়া দেয়া হয়েছে। তবে ওই সড়কের মাঝগ্রাম এলাকায় একইভাবে খোয়া দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দেন। ্্্এ সময় ওই সড়কের কাজ পরিদর্শনে যান নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান । এলাকাবাসী অভিযোগ করলে তিনি দেখার পর ওইসব নিম্নমানের খোয়া অপসারণ করার নির্দেশ দেন, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান ও কার্যসহকারী ইদ্রিসকে।
অপরদিকে গৌরগ্রিাম উনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন, গৌরিগ্রাম এলাকার সড়কে নিম্নমানের খোয়া ও ইট দেয়ায় এলাকাবাসীর বাধার মুখে প্রায় ১ কিলোমটিার সড়কের নিম্নমানের খোয়া অপসারণ করা হয়েছিল। তিনি বলেন, এখন নাকি কার্পেটিং-এ থিকনেস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনিআরও বলেন, ঠিকাদার আমাকে ম্যানেজ করার অনেক চেস্টা করেছিল কিনতু পারেননি।
সরজমিন গতকাল ওই সড়কে দেখা যায়, রাস্তার বেশীর ভাগই নিম্নমানের মিঠা ইট ব্যবহার করা হয়েছে। কিছু কিছু জায়গায় দ্রæত রোলার দিয়ে লেপে দিয়ে হালকা পানি মেরে বালি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। যানবাহন চলাচলে বালি সরে গেলেই চোখে পড়ে সড়কে দেয়া নিম্নমানের খোয়া। ওই সড়কের মাঝগ্রাম এলাকায় গেলে দেখা যায়, ঠিকাদার নিম্নমানের খোয়া দেয়ায় এলাবাসীর বাধা দিলে তাৎক্ষনিক তা অপসারণ করতে নির্দেশ দিলেন নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, সড়ক নির্মাণে কোনরুপ অনিয়ম মেনে নেয়া হবে না। এ সড়কের কাজে দায়িত্বরত ঠিকাদারে ম্যানেজারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন উত্তর দিতে পারেননী। অভিযোগ উঠেছে, যে খোয়া এলাকাবাসী বাধায় তুলে ফেলা হলো সেই ইট খোয়া ফেরৎ না পাঠিয়ে ওই সড়কেই পুণরায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। তবে নির্মাণাধীন এ রাস্তাটির কোন প্রকার অনিয়ম মানতে নারাজ এলাকাবাসী।
আরও পড়ুনঃ
বাংলাদেশ রেলওয়ের নতুন আইনের খসড়ায় কি আছে প্রকাশ করতে হবে : রেলওয়ে পোষ্য সোসাইটি
পাবনা জেলা ও পাবিপ্রবি ছাত্রলীগের উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা
পাবনার ছাওয়াল হিসাবে আমি কাজ করতে চাইঃ অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব
পাবনা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবন পরিদর্শন করলেন এমপি প্রিন্স ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
একই দিনে ঈশ্বরদীতে ৪ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
বেড়ায় সাংবাদিক আরিফ ইফতেখারের বিরুদ্ধে মামলা