ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সিরাজগঞ্জের সলঙ্গার পাড়া-মহল্লায় জমজমাট ইফতার বাজার

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১০:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / 89

ইফতার বাজার

সিরাজগঞ্জের সলঙ্গার পাড়া-মহল্লায় জমজমাট ইফতার বাজার। ছবি: আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫ রাত, ১১ এপ্রিল ২০২২


রোজাদারদরে কাছে আনন্দঘন সময় হচ্ছে ইফতার র্পুব মুর্হুত। আর এই ইফতারকে আর্কষণীয় এবং দিন শেষে শরীরকে চাঙ্গা করতে নানা ধরনরে মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসে আছে সলঙ্গার দোকানীরা।

খাবার হোটলে, মিষ্টির দোকান থেকে শুরু করে পাড়া,মহল্লায় রাস্তার মোড়ে-মোড়ে টেবিলে সাজিয়ে ইফতারির পসরা বসয়িছে। দুপুর হতে দোকানীরা ইফতার সামগ্রী সাজানো শুরু করলেও বিকেল হতে দোকানগুলোতে ভীড় বাড়তে শুরু করে। জিলাপি, বেগুণি, খেজুর, ছোলা, বুন্দিয়া, মুড়ি, নিমকি, পিঁয়াজু, ঘোল সহ বাহারী আইটমে সাজিয়ে বসেছেন দোকানীরা।

তবে ইফতারে তৃষ্ণা মেটাতে তরমুজ,আখের রসও কেনা-কাটাও কম নয়। গত বছররে তুলনায় এ বছর ইফতার সামগ্রীর দাম বেশি বলে জানান ক্রেতারা। বাজারে সকল জিনিস, পেঁয়াজ,মরচিসহ দ্রব্যমুল্যরে দাম বৃদ্ধিতে ইফতাররি দামও একটু বেশি বলওে জানান বিক্রেতারা। সলঙ্গা বাজার আলমি হোটলেরে গলি, ডমি হাটা, ফল হাটা, থানা মোড়,মাদ্রাসা মোড়, কলজে মোড়,কদম তলা চত্বর,ভুষাল হাটা,ধান হাটার গলিতে বসেছে ইফতারির পসরা। এছাড়াও থানার হাটিকামরুল রোড গোলচত্বর সহ ৬টি ইউনয়িনের প্রত্যন্ত এলাকার গ্রাম ও পাড়া মহল্লায় জমজমাট ইফতারির দৃশ্য দেখা যায়।



আরও পড়ুনঃ

সিরাজগঞ্জের সলঙ্গার পাড়া-মহল্লায় জমজমাট ইফতার বাজার

প্রকাশিত সময় ১০:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
সিরাজগঞ্জের সলঙ্গার পাড়া-মহল্লায় জমজমাট ইফতার বাজার। ছবি: আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫ রাত, ১১ এপ্রিল ২০২২


রোজাদারদরে কাছে আনন্দঘন সময় হচ্ছে ইফতার র্পুব মুর্হুত। আর এই ইফতারকে আর্কষণীয় এবং দিন শেষে শরীরকে চাঙ্গা করতে নানা ধরনরে মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসে আছে সলঙ্গার দোকানীরা।

খাবার হোটলে, মিষ্টির দোকান থেকে শুরু করে পাড়া,মহল্লায় রাস্তার মোড়ে-মোড়ে টেবিলে সাজিয়ে ইফতারির পসরা বসয়িছে। দুপুর হতে দোকানীরা ইফতার সামগ্রী সাজানো শুরু করলেও বিকেল হতে দোকানগুলোতে ভীড় বাড়তে শুরু করে। জিলাপি, বেগুণি, খেজুর, ছোলা, বুন্দিয়া, মুড়ি, নিমকি, পিঁয়াজু, ঘোল সহ বাহারী আইটমে সাজিয়ে বসেছেন দোকানীরা।

তবে ইফতারে তৃষ্ণা মেটাতে তরমুজ,আখের রসও কেনা-কাটাও কম নয়। গত বছররে তুলনায় এ বছর ইফতার সামগ্রীর দাম বেশি বলে জানান ক্রেতারা। বাজারে সকল জিনিস, পেঁয়াজ,মরচিসহ দ্রব্যমুল্যরে দাম বৃদ্ধিতে ইফতাররি দামও একটু বেশি বলওে জানান বিক্রেতারা। সলঙ্গা বাজার আলমি হোটলেরে গলি, ডমি হাটা, ফল হাটা, থানা মোড়,মাদ্রাসা মোড়, কলজে মোড়,কদম তলা চত্বর,ভুষাল হাটা,ধান হাটার গলিতে বসেছে ইফতারির পসরা। এছাড়াও থানার হাটিকামরুল রোড গোলচত্বর সহ ৬টি ইউনয়িনের প্রত্যন্ত এলাকার গ্রাম ও পাড়া মহল্লায় জমজমাট ইফতারির দৃশ্য দেখা যায়।



আরও পড়ুনঃ