সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাতা সদস্যকে বাদ দিয়ে গোপনে স্বামীকে সভাপতি বানালেন প্রধান শিক্ষক
- প্রকাশিত সময় ১১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / 42
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৯ নং জালশুকা এবাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কৌশল করে বিদ্যালয়ের ভূমি দাতা সদস্যদের বাদ দিয়ে গোপনে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা খাতুন.।
স্বামী শাহরিয়ার হোসেন আলমগীরকে সভাপতি করায় কমিটি বাতিলের দাবী জানিয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার,উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভূমি দাতা সদস্য লুৎফর সরকার।
অভিযোগে জানা গেছে, স্কুলের জমিদাতা এবাদত আলী ৩৩ শতক জমি দান করলে সেখানে জালশুকা এবাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
তার মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে থেকে একজন দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের সম্মান থাকলেও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূমি দাতা,
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের না জানিয়ে কূচক্রী মহলের সহায়তায় মিটিং ছাড়াই গোপনে তার স্বামীকে সভাপতি করে কমিটি গঠন করে উল্লাপাড়া উপজেলা শিক্ষা অধিদপ্তরে প্রেরন করেন।
অভিযোগকারী আরো জানান,প্রধান শিক্ষকের শ^শুড় আব্দুল করিম মন্ডল অত্র বিদ্যালয়ে প্রায় ১৫ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন আবার তার ছেলে মানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করে কমিটি জমা দেন।
স্কুলের প্রধান শিক্ষক সম্পা খাতুন গোপনে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে জানান, বিধি অনুযায়ী নোটিশ দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
এব্যাপারে উল্লাপাড়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ জানান,বিষয়টি নিয়ে অনেকবার মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তবে প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করা ঠিক হয়নি। স্বামীকে সভাপতি করায় ঝামেলার সৃষ্টি হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি,পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।