বিজ্ঞপ্তি :
আটঘরিয়া সংবাদ পরিক্রমা
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / 92
আটঘরিয়া প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৭:২৫ বিকাল, এপ্রিল ১২, ২০২২
মসজিদ কেন্দ্রিক তুচ্ছ ঘটনায় মারামারি: ৭ জন আহত
আটঘরিয়া ব্যুরো প্রধান ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খামারকোদালিয়া গ্রামে মসজিদ কেন্দ্রিক আধিপত্যকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল দু পক্ষের মধ্যে গোলমাল ও মারামারিতে ৭ জন আহত হয় এবং এ ঘটনায় ৫৫ জনকে আসামী করে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।ঘটনার বিবরনে জানা গেছে, ঐদিন জুম্মার নামাজের পর মসজিদের কাজ নিয়ে মসজিদ কমিটির সভাপতি আজাহার আলী ও তার লোকজনের সাথে সাধারন মুসল্লিদের বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। এতে যার হাতের কাছে যে যা পায় তাই নিয়ে মারামারিতে লিপ্ত হলে উভয় পক্ষের ৭ জনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। মারামারিতে জড়িত উভয় পক্ষ আটঘরিয়া থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই।
আটঘরিয়ায় উন্মুক্ত স্থানে অবাধে ইফতারি বিক্রি
আটঘরিয়া ব্যুরো প্রধান ঃ রমজানের পবিত্রতা লংঘন করে আটঘরিয়ার বিভিন্ন বাজারে কোন কোন দোকানি উন্মুক্ত খোলা জায়গায় অবাধে ইফতারি বিক্রি করায় জনসাস্থ্য হুমকির মুখে পড়েছে।আটঘরিয়া, দেবোত্তর, একদন্তসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজানের পবিত্রতা রক্ষায় অনেকেই হোটেল, রেস্তোরায় কাপড়ের পর্দা টানিয়ে বেচাকেনা করছে। তবে অধিকাংশ স্থানেই রাস্তার পার্শে খোলা জায়গায় ইফতারির পশরা সাজিয়ে বেচাকেনা করতে দেখা গেছে। আাটঘরিয়া পৌর এলাকার আটঘরিয়া ও দেবোত্তর বাজারে দুপুরের পর থেকে ইফতারির রমরমা বেচাকেনা শুরু হয়। এমনকি পুরাতন তেলে নানা রকম ভাজী দ্রব্য বিক্রি করা হচ্ছে। এসব ইফতারির দোকান রাস্তার দুপাশে বসার কারনে এবং ধুলো ময়লা পড়ার কারনে জনসাস্থ্যের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এসব ব্যাপারে প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের কোন তৎপড়তা দেখা যাচ্ছে না।
পানির স্তর নেমে যাওয়ায় ক্রমশঃ দেখা দিচ্ছে পানির সংকট
আটঘরিয়া ব্যুরো প্রধান ঃ আটঘরিয়া উপজেলার পশ্চিম এলাকাসহ আশেপাশের পানির স্তর নিচে নেমে যাওয়ায় ক্রমশঃ পানির সংকট দেখা দিতে শুরু করেছে।দীর্ঘ প্রায় দুই মাস যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় এই সংকট ক্রমশ তীব্র হচ্ছে। তবে এখন এলাকার কোন কোন হস্ত চালিত নলকূপে পানি উঠছে না, একদম নীচুতে যেসব মিনি টিউবওয়েল এবং সাবমার্সেলে পানি এখনও পাওয়া গেলেও তা স্বাভাবিকের চেয়ে কম। স্বাভাবিক মৌসুমে এসব এলাকার পানির স্বাভাবিক স্তর ৭০/৮০ ফুট গভীরে, কিন্তু বর্তমানে বিগত প্রায় দুই মসি বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর নীচে নেমে যাওয়ায় ক্রমশঃ সংকট বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও গভীর নলকূপগুলোতে চাষাবাদের পানি উত্তলনে পানির স্তর ক্রমশঃ নীচে নেমে যাওয়ায় তীব্র পানি সংকটের আশংকা রয়েছে।
আরও পড়ুনঃ
পুঠিয়ায় এক পরিবারের নারী-শিশুসহ তিনজনকে পিটিয়ে জখম
র্যাব-১২’র অভিযানে পাবনার সাঁথিয়ায় ৩৮৩ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
পাবিপ্রবির উপাচার্যের রুটিন দায়িত্বে ড. খায়রুল আলমের যোগদান
নবগঠিত বেড়া উপজেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সাঁথিয়ায় গ্রামীণ সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
রাণীনগরের পারইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়!