পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ
- প্রকাশিত সময় ১২:০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / 100
স্বতঃকণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ রাত, এপ্রিল ১২, ২০২২
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। বেশ কিছু বন্ধুরাষ্ট্র বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে উগ্রবাদীদের তৎপরতার খবর দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই রাজধানীর রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২০০১ সালে রমনার বটমূলে বর্ষবরণের উৎসবে হামলার ঘটনা মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়। এবার বন্ধুরাষ্ট্রগুলোর কাছ থেকেও কিছু তথ্য পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও উগ্রবাদীদের তৎপরতার খবর আছে।
আজ মঙ্গলবার রমনা বটমূলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, বর্ষবরণ উৎসবের সময়সীমা বিকেল পাঁচটা থেকে কমিয়ে বেলা দুইটা করা হয়েছে। সময় কমানোর কারণ পবিত্র রমজান মাস।
বাংলা সন ১৪২৯-এর প্রথম দিন আগামী বৃহস্পতিবার। এদিন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে মঙ্গল শোভাযাত্রা। ডিএমপি কমিশনার বলেন, এবার বেলা একটার পর আর উৎসব এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের আগে নিরাপত্তাতল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। শোভাযাত্রা চলার সময় কেউ মাঝখান থেকে ঢুকতে পারবেন না।
রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এর আশপাশের এলাকাগুলোতে বর্ষবরণের আয়োজনকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো বর্ষবরণের অনুষ্ঠান বা শোভাযাত্রায় অংশগ্রহণের আগে সবার নিরাপত্তাতল্লাশি করা হবে। এবার উৎসব প্রাঙ্গণে কোনো খাবারের দোকান থাকবে না। তাই শিশুদের উৎসব প্রাঙ্গণে আনাকে নিরুৎসাহিত করা হচ্ছে। মুখোশ পরা ও ভুভুজেলা বা উচ্চ শব্দ তৈরি করে, এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না।
বর্ষবরণের নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে। প্রতি ইঞ্চি জায়গা যাতে সিসি ক্যামেরার আওতায় থাকে, সেটা নিশ্চিত করা হয়েছে। এরপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে ‘ইভাকুয়েশন প্ল্যান’ (উদ্ধার পরিকল্পনা) চূড়ান্ত করা হয়েছে। এবার নারীদের ‘ইভ টিজিং’ থেকে রক্ষায় সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
পুলিশের দায়িত্ব ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তা না করে এভাবে উৎসবের সময় বেঁধে দেওয়ার কারণ কী এবং ভবিষ্যতে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য সময়সীমা বাড়ানো হবে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ২৪ ঘণ্টা অনুষ্ঠান চালানো কোনো বিবেচনাতেই ঠিক নয়।
রাজধানী ঢাকার বেশ কিছু রাস্তায় চলাচলও বন্ধ রাখা হবে।
আরও পড়ুনঃ
ফরিদপুর উপজেলা ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
মসজিদ নূর-এ ৫০ হাজার টাকা দান করলেন অধ্যক্ষ মাহতাব বিশ্বাস
আগামী সংসদ নির্বাচন হবে খুব কঠিন একটি নির্বাচনঃ জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল
ঈশ্বরদীর পৌর’র স্কুলপাড়া নিবাসী শ্রী বাপ্পি কুমার পাল দুদিন ধরে নিখোঁজ
পুঠিয়ায় এক পরিবারের নারী-শিশুসহ তিনজনকে পিটিয়ে জখম
র্যাব-১২’র অভিযানে পাবনার সাঁথিয়ায় ৩৮৩ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
পাবিপ্রবির উপাচার্যের রুটিন দায়িত্বে ড. খায়রুল আলমের যোগদান
আটঘরিয়া সংবাদ পরিক্রমা
সাঁথিয়ায় গ্রামীণ সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
রাণীনগরের পারইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়!