ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমিশনার (অতিরিক্ত দায়িত্ব)-এর বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৪:৩৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / 93

পাবনা আয় কর অফিস

প্রতীকী ছবি

পাবনা ব্যুরো প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৩৬ রাত, এপ্রিল ১৩, ২০২২

পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমশিনার (অতিরিক্ত দায়িত্ব) আলাউদ্দনি আহমদের বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। এসবের মধ্যে অনৈতিক অর্থ দাবি, ভয়ভীতি প্রর্দশন ও হয়রানীর অভিযোগ আছে। প্রতিকার চেয়ে পাবনার ৮ জন বিশিষ্টি ব্যবসায়ী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও পাবনা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রি বরাবর লিখিতি অভিযোগ দাখিল করছেনে।

অভিযোগকারীরা হলেন ঢাকা কর অঞ্চল-২, সার্কেল-৩৪ এর আওতায় বিশিষ্টি ব্যবসায়ী মোঃ শাহাদত হোসেন, পাবনা শহরের কাঁচারীপাড়ার মেসার্স নিউ বন্যা কন্সট্রাকশনের নজরুল ইসলাম সোহেল, আটুয়া মহল্লার মেসার্স বনি কন্সট্রাকশনরে এহসানুল বারী, দক্ষিণ রামচন্দ্রপুরের ইমরান হোসেন রানা, আতাইকুলার শ্রীকোল বাজারের মেসার্স মাশফিয়া এন্টার প্রাইজের রাহাদ হোসনে মলিন, পাবনা শহরের শালগাড়য়া মহল্লার মেসার্স রাফি কন্সট্রাকশনের ওয়াসিম রানা, শিবরামপুরের মেসার্স রফিক এন্ড তাহসান এন্টার প্রাইজের রফিকুল ইসলাম, চকপৈলানপুর মহল্লার মেসার্স মিন্না এন্টারপ্রাইজের রিপন হোসেন প্রমুখ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগকারী ব্যবসায়ীরা র্দীঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মতান্ত্রিকভাবে তারা সরকারের রাজস্ব খাতে রিটার্ণ দাখিল করে তার রেকর্ডভুক্তী করেছেন। অথচ উপ-কর কমশিনারের র্কাযালয়ের সার্কেল-৭ পাবনায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-কর কমশিনার আলাউদ্দনি আহমেদ নানাভাবে তাদেরকে হয়রানী করে চলেছেনে। তাদের অভিযোগ, অফিসে ডেকে নিয়ে এবং তার আস্থাভাজন লোকজনকে ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ বিনা কারণে মোটা অংকের টাকা দাবী করেন। টাকা না দিলে নানা ভয়ভীতি ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন।

ব্যবসায়ী মোঃ শাহাদত হোসেন অভিযোগ করেন, ২০১০-২০১১ করর্বষ থেকে তিনি ঢাকা কর অঞ্চল- ২ এর অধীনে সার্কেল-৩৪ এ নিয়মিতভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত রিটার্ন দাখিল করে আসছেন। দেশের বিভিন্ন স্থানে আমার ঠিকাদারী ব্যবসা চলমান আছে। আমি পাবনার মানুষ হয়ে কেন ঢাকাতে টিআইএন নম্বর খুলেছে, কেন পাবনায় খুলিনি এ জন্য তিনি বারবার আমাকে হয়রানী, হুমকি ও মোটা অংকের অর্থ দাবী করছেন। তিনি বলেন, প্রতি কর বর্ষে আমি যে পরমিাণ কর দেই সেটা পাবনায় থাকলে জেলায় আমিই হতাম শ্রেষ্ট করদাতার একজন।

অভিযোগকারী এহসানুল বারী, রাহাদ হোসনে মিলনসহ অন্যান্য ব্যবসায়ীর অভিযোগ উপ-কর কমশিনার আলাউদ্দিন আহমেদ টিআইএন এর বাইরে থাকা ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে সরকারের রাজস্ব খাতে যুক্ত না করে উল্টো টিআইএন নম্বর ধারী ও নিয়মিত রিটার্ণ দাখিলকারীদের নানাভাবে হয়রানী করে মানসকিভাবে বিপর্যস্ত করে তুলছেন। আমরা এই অসৎ, দুর্নীতিবাজ ও ক্ষমতার প্রভাব বিস্তারকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি আলী র্মুতজা বিশ্বাস সনি ব্যবসায়ীদের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনায় অনেক ব্যবসায়ীকে হয়রানী করা হচ্ছে এমন অভিযোগ আসছে। আমরা চেম্বার নেতৃবৃন্দ আলাপ-আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রাজস্ব বোর্ডের র্উধ্বতন র্কতৃপক্ষকে অবগত করবো। আমরা চাই, ব্যবসায়ীরা সরকারের বিধিবিধান মেনে শান্তিপুর্ণভাবে তাদের নিজনিজ ব্যবসা পরিচালনা করবনে। এ লক্ষ্যে চেম্বার তাদের পাশে রয়েছে।

এ ব্যাপারে উপ-কর কমশিনার আলাউদ্দনি আহমদের সাথে কথা বলার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। ক্ষুদে র্বাতা পাঠানো হলেও তার সাড়া মেলেনি। কয়েকদিন তার অফিসের গিয়েও তাকে পাওয়া যায় নি।

 

আরও পড়ুনঃ

পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমিশনার (অতিরিক্ত দায়িত্ব)-এর বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ

প্রকাশিত সময় ০৪:৩৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

প্রতীকী ছবি

পাবনা ব্যুরো প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৩৬ রাত, এপ্রিল ১৩, ২০২২

পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমশিনার (অতিরিক্ত দায়িত্ব) আলাউদ্দনি আহমদের বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। এসবের মধ্যে অনৈতিক অর্থ দাবি, ভয়ভীতি প্রর্দশন ও হয়রানীর অভিযোগ আছে। প্রতিকার চেয়ে পাবনার ৮ জন বিশিষ্টি ব্যবসায়ী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও পাবনা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রি বরাবর লিখিতি অভিযোগ দাখিল করছেনে।

অভিযোগকারীরা হলেন ঢাকা কর অঞ্চল-২, সার্কেল-৩৪ এর আওতায় বিশিষ্টি ব্যবসায়ী মোঃ শাহাদত হোসেন, পাবনা শহরের কাঁচারীপাড়ার মেসার্স নিউ বন্যা কন্সট্রাকশনের নজরুল ইসলাম সোহেল, আটুয়া মহল্লার মেসার্স বনি কন্সট্রাকশনরে এহসানুল বারী, দক্ষিণ রামচন্দ্রপুরের ইমরান হোসেন রানা, আতাইকুলার শ্রীকোল বাজারের মেসার্স মাশফিয়া এন্টার প্রাইজের রাহাদ হোসনে মলিন, পাবনা শহরের শালগাড়য়া মহল্লার মেসার্স রাফি কন্সট্রাকশনের ওয়াসিম রানা, শিবরামপুরের মেসার্স রফিক এন্ড তাহসান এন্টার প্রাইজের রফিকুল ইসলাম, চকপৈলানপুর মহল্লার মেসার্স মিন্না এন্টারপ্রাইজের রিপন হোসেন প্রমুখ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগকারী ব্যবসায়ীরা র্দীঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মতান্ত্রিকভাবে তারা সরকারের রাজস্ব খাতে রিটার্ণ দাখিল করে তার রেকর্ডভুক্তী করেছেন। অথচ উপ-কর কমশিনারের র্কাযালয়ের সার্কেল-৭ পাবনায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-কর কমশিনার আলাউদ্দনি আহমেদ নানাভাবে তাদেরকে হয়রানী করে চলেছেনে। তাদের অভিযোগ, অফিসে ডেকে নিয়ে এবং তার আস্থাভাজন লোকজনকে ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ বিনা কারণে মোটা অংকের টাকা দাবী করেন। টাকা না দিলে নানা ভয়ভীতি ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন।

ব্যবসায়ী মোঃ শাহাদত হোসেন অভিযোগ করেন, ২০১০-২০১১ করর্বষ থেকে তিনি ঢাকা কর অঞ্চল- ২ এর অধীনে সার্কেল-৩৪ এ নিয়মিতভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত রিটার্ন দাখিল করে আসছেন। দেশের বিভিন্ন স্থানে আমার ঠিকাদারী ব্যবসা চলমান আছে। আমি পাবনার মানুষ হয়ে কেন ঢাকাতে টিআইএন নম্বর খুলেছে, কেন পাবনায় খুলিনি এ জন্য তিনি বারবার আমাকে হয়রানী, হুমকি ও মোটা অংকের অর্থ দাবী করছেন। তিনি বলেন, প্রতি কর বর্ষে আমি যে পরমিাণ কর দেই সেটা পাবনায় থাকলে জেলায় আমিই হতাম শ্রেষ্ট করদাতার একজন।

অভিযোগকারী এহসানুল বারী, রাহাদ হোসনে মিলনসহ অন্যান্য ব্যবসায়ীর অভিযোগ উপ-কর কমশিনার আলাউদ্দিন আহমেদ টিআইএন এর বাইরে থাকা ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে সরকারের রাজস্ব খাতে যুক্ত না করে উল্টো টিআইএন নম্বর ধারী ও নিয়মিত রিটার্ণ দাখিলকারীদের নানাভাবে হয়রানী করে মানসকিভাবে বিপর্যস্ত করে তুলছেন। আমরা এই অসৎ, দুর্নীতিবাজ ও ক্ষমতার প্রভাব বিস্তারকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি আলী র্মুতজা বিশ্বাস সনি ব্যবসায়ীদের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনায় অনেক ব্যবসায়ীকে হয়রানী করা হচ্ছে এমন অভিযোগ আসছে। আমরা চেম্বার নেতৃবৃন্দ আলাপ-আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রাজস্ব বোর্ডের র্উধ্বতন র্কতৃপক্ষকে অবগত করবো। আমরা চাই, ব্যবসায়ীরা সরকারের বিধিবিধান মেনে শান্তিপুর্ণভাবে তাদের নিজনিজ ব্যবসা পরিচালনা করবনে। এ লক্ষ্যে চেম্বার তাদের পাশে রয়েছে।

এ ব্যাপারে উপ-কর কমশিনার আলাউদ্দনি আহমদের সাথে কথা বলার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। ক্ষুদে র্বাতা পাঠানো হলেও তার সাড়া মেলেনি। কয়েকদিন তার অফিসের গিয়েও তাকে পাওয়া যায় নি।

 

আরও পড়ুনঃ