নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
- প্রকাশিত সময় ০৬:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / 98
স্বতঃকণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ সকাল, এপ্রিল ১৩, ২০২২
নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে গোলাগুলিতে অন্তত ১৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিউইয়র্কের সময় সকাল সাড়ে আটটার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু যাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পুলিশ জানাচ্ছে, স্টেশনের ভেতরে কিছু অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে।
এই ঘটনায় পাতাল রেল ব্যবস্থার অন্তত চারটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। জরুরি সেবা কর্মীরা ১৩ ব্যক্তির আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে এখনও পলাতক রয়েছে। নিউইয়র্কের দমকল বাহিনী বিবিসিকে জানিয়েছে, তার প্রথমে খবর পান যে স্টেশনের ভেতর থকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তার দেখতে পান বেশ কিছু মানুষ গুলিবিদ্ধ হয়েছে পড়ে আছে।
পুলিশ বলছে, হামলাকারীর পরনে নির্মাণকর্মীদের কমলা পোশাক ছিল এবং সে গ্যাস মাস্ক পরে ছিল। কিন্তু সে কেন এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের একজন মুখপাত্র নিজের নিরাপত্তার স্বার্থে ঐ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন।
– বিবিসি
আরও পড়ুনঃ
হুমায়ুন আজাদ হত্যার দেড় যুগ পর সেই হত্যা মামলার রায় জানা যাবে বুধবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল চালু হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ
ফরিদপুর উপজেলা ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
মসজিদ নূর-এ ৫০ হাজার টাকা দান করলেন অধ্যক্ষ মাহতাব বিশ্বাস
আগামী সংসদ নির্বাচন হবে খুব কঠিন একটি নির্বাচনঃ জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল
ঈশ্বরদীর পৌর’র স্কুলপাড়া নিবাসী শ্রী বাপ্পি কুমার পাল দুদিন ধরে নিখোঁজ
পুঠিয়ায় এক পরিবারের নারী-শিশুসহ তিনজনকে পিটিয়ে জখম
র্যাব-১২’র অভিযানে পাবনার সাঁথিয়ায় ৩৮৩ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
পাবিপ্রবির উপাচার্যের রুটিন দায়িত্বে ড. খায়রুল আলমের যোগদান
আটঘরিয়া সংবাদ পরিক্রমা