ঈশ্বরদীতে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

- প্রকাশিত সময় ০৫:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / 134
ঈশ্বরদী (পাবনা) সংবাদদতা
প্রকাশিত: ০৬:০২ বিকাল, এপ্রিল ১৩, ২০২২
ঈশ্বরদীতে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার ১৩ এপ্রলি সকাল ১১ ঘটকিার দকিে ঈশ্বরদী রলেগটে সংলগ্ন পাকশী রোড তনিকোনা পুকুরে তার মৃতদহে ভাসতে দখেে স্থানীয়রা ঈশ্বরদী থানা পুলশিকে খবর দলিে পুলশি ঘটনাস্থলে গয়িে মৃতদহেটি উদ্ধার করে ।
নহিত যুবক মীর সাঈদুল ইসলাম সবুজ ( ৩৭) উপজলোর পৌর এলাকার হাসপাতাল রোড জগিাতলার মৃত মীর আব্দুর রহমি মান্নানরে ছেলে।
নহিতরে ভাই উপজলো আ’লীগরে সাবকে সাংগাঠনকি সম্পাদক মীর জহুরুল হক পুনো জানান, ২০০৩ সাল হতে সবুজ মানসকিভাবে ভারসাম্যহীন ছলি। সবুজ বয়িে করলওে স্ত্রী ডভর্িোস দয়িে অন্যত্র সংসার পেতেছে। তার একটি পুত্র সন্তান পাবনা হাফজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। সবুজ আমার কাছেই ছিল, তবে প্রায় দেড় মাস বাড়িতে আসেন। শুনছেি বোনদরে বাড়িতে বাড়িতে থাকতো। তাছাড়া সে সাঁতার জানতো না। পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যতেে পার।
সবুজ র্দীঘদনি ধরে মাদকাসক্ত ছলিো এবং হরেোইন সবেন করতো বলে এলাকাবাসীরা জানিয়েছেন। যে কারণে স্ত্রী তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে।
ঈশ্বরদী থানার অফসিার ইনর্চাজ আসাদুজ্জামান জানান, মৃত্যুর কারণ এখনো নশ্চিতি হওয়া যায় নি। ওই ব্যক্তি লুঙ্গি রখেে গামছা পড়ে পুকুরে নাম।ে সাঁতার না জানলে পুকুরে নামলো কনে ? সুরতহালে মরদহেরে শরীরে কোন আঘাতরে চহ্ণি দখো যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জনোরলে হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ
শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?
নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমিশনার (অতিরিক্ত দায়িত্ব)-এর বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ
হুমায়ুন আজাদ হত্যার দেড় যুগ পর সেই হত্যা মামলার রায় জানা যাবে বুধবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল চালু হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ
ফরিদপুর উপজেলা ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
আগামী সংসদ নির্বাচন হবে খুব কঠিন একটি নির্বাচনঃ জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল
ঈশ্বরদীর পৌর’র স্কুলপাড়া নিবাসী শ্রী বাপ্পি কুমার পাল দুদিন ধরে নিখোঁজ
পুঠিয়ায় এক পরিবারের নারী-শিশুসহ তিনজনকে পিটিয়ে জখম
র্যাব-১২’র অভিযানে পাবনার সাঁথিয়ায় ৩৮৩ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক