ঈদে উত্তরের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেয়া হচ্ছে নলকা সেতু
- প্রকাশিত সময় ১২:১৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 115
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫ রাত, এপ্রিল ১৪, ২০২২
ঈদে উত্তরের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেয়া হচ্ছে নলকা সেতু।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সতেুর পশ্চিম মহাসড়ক সংযোগ সলঙ্গা থানার নলকা সতেু। প্রতিদিন ঝুঁকিপুর্ণ নলকা সেতুর উপর দিয়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২টি জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। প্রতি বছর ঈদের আগে যানজট কয়েকগুণ বেড়ে যায় সে সেতুতে। অনকেদনি ধরে ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থকেে রংপুর র্পযন্ত মহাসড়কটি ছয় লেনে প্রশস্ত করার কাজ অবিরাম ভাবে চলে আসছে।
এতে সরু হয়ে গছেে মহাসড়করে সয়দাবাদ, মুলবিাড়ী, কড্ডার মোড়, নলকা মোড়, পাঁচলয়িা,ঘুড়কা,ভুইয়াগাঁতীসহ গুরুত্বর্পূণ স্থানগুলো। সৃষ্টি হচ্ছে যানজট আর ভোগান্তি ।এবাররে ঈদযাত্রায় যাত্রী ভোগান্তরি আশঙ্কায় রয়ছেে ঝুঁকপর্িূণ ও নর্মিানাধীন নলকা সতেু,পাঁচলয়িা বাসস্ট্যান্ড,ঘুড়কা ও ভুইয়াগাঁতীর ব্রীজ। । মহাসড়কটরি ক্ষতগ্রিস্ত অংশ সংস্কার করা না হলে র্দীঘ যানজটরে আশঙ্কা করছনে চালক ও যাত্রীরা। এ অবস্থা চলতে থাকলে ঈদে ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি হতে পার।ে
তবে সওজ র্কতৃপক্ষ বলছে সংস্কার কাজ দ্রুত করা হচ্ছে। গলার কাঁটা ঝুঁকিপুর্ণ ও নর্মিানাধীন নলকা সেতুটির কাজ ঈদের আগেই সম্পন্ন হবে বলে সংশ্লষ্টি র্কতৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
তারা বলছনে, নবনর্মিতি নলকা সতেুটি খুলে দয়োসহ সতেুর উপর দয়িে সকল যানবাহন চলাচলরে জন্য দবিারাত্রি কাজ চলছে। নলকা সতেু যান চলাচলরে জন্য খুলে দয়ো হলে ঈদে ঘর মুখো মানুষদরে ভোগান্তি অনকেটা কমে যাবে বলে জানয়িছেনে র্কতৃপক্ষ। মহাসড়কে আগরে মতো যানজট থাকবে না,ঈদযাত্রায় যানবাহনরে অতরিক্তি চাপ নয়িন্ত্রণে হাইওয়ে পুলশি বভিন্নি পদক্ষপে নয়োর কথা জানয়িছেনে,বগুড়া হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার, শাহাবুদ্দনি মুনশী।
ঠকিাদারি প্রতষ্ঠিান মীর আক্তার হোসইেন লমিটিডেরে প্রকল্প ব্যবস্থাপক এখলাছ উদ্দনি বলনে,নর্মিানাধীন নলকা সতেুর কাজ প্রায় শষেরে পথ।ে সতেুর উভয় পাশে এপ্রোস কাজ চলছ।েইতমিধ্যইে এ বষিয়ে সাসকে ও হাইওয়ে পুলশিরে যৌথ সভা হয়ছে।ে ঈদে ঘরমুখো মানুষদরে যানজট নরিসনে দবিারাত্রি কাজ চলছ।ে আমরা আশা করছি রমজানের ২০ তারিখের মধ্যেই নির্মিত নলকা সতেুর উপর দিয়ে যানবাহন চলাচল করবে।
আরও পড়ুনঃ
ঈশ্বরদীর বিশিষ্ট ডিজাইনার ব্যবসায়ী খন্দকার জাহিদকে হত্যা চেষ্টার অভিযোগ
একেএম আজিজুল হক বিএসসি (ক্যাল) ছিলেন পাবনার সাংবাদিকতার প্রাণপুরুষ–স্মরণসভায় বক্তারা
সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদীতে ইভটিজিংয়ের দায়ে এক যুবক আটক
শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?
নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমিশনার (অতিরিক্ত দায়িত্ব)-এর বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ
হুমায়ুন আজাদ হত্যার দেড় যুগ পর সেই হত্যা মামলার রায় জানা যাবে বুধবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল চালু হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ
আগামী সংসদ নির্বাচন হবে খুব কঠিন একটি নির্বাচনঃ জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল