আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে এক ইউপি মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা
- প্রকাশিত সময় ০১:৪২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 87
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫ রাত, এপ্রিল ১৪, ২০২২
আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে এক ইউপি মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা।
পাবনার আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বর্তমান ইউপি সদস্য আব্দুল করিম গং। এঘটনায় এলাকায় চরম আলোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে মাজপাড়া ইউনিয়নের নাদুড়িয়া গ্রামে। এঘটনায় সবিতা রানী বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নয়ন দাসের স্ত্রী সবিতা রানী নাদুড়িয়া গ্রামে তার বাবার বাড়ীতে বসবাস করতেন। একই এলাকার ইউপি সদস্য আব্দুল করিম গং সবিতা রানীকে দেখে রাস্তা-ঘাটে বিভিন্ন সময়ে কু-পুস্তাব দিয়ে আসছেন। কিন্ত সবিতা রানী কু-প্রস্তাবে রাজি না হলে সম্প্রতি ওই ইউপি সদস্য লোকজন নিয়ে তার বাড়ীতে প্রবেশ করে অশালীন কথাবার্তা বলেন। এবং তাকে গ্রাম ছাড়ার হুমকি দেন।
গত ২ এপ্রিল সবিতা রানীর স্বামী নয়ন দাস বাড়ীতে এলে ওই দিন রাতে করিম মেম্বার লোকজন নিয়ে আমার বাড়ীতে এসে অকথ্য ভাষায় গালা-গালাজ করতে থাকে। তার স্বামী নয়ন দাসের পকেটে থাকা ২৫০০টাকা এসময় তারা ছিনিয়ে নেয়। আমি তাদেরকে বাধা দিলে তারা আমাকে স্বজোরে শরীরে আঘাত করে। বর্তমানেও করিম মেম্বার গং সবিতা রানী ও তার স্বামী নয়নকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছেন।
সবিতা রানী আরও জানান, করিম মেম্বার গং এই গ্রাম থেকে আমাকে প্রতিনিয়তই তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। গ্রাম ছেড়ে চলে না গেলে আমাকে ও আমার মেয়েকে এসিড মেরে হত্যার হুমকি দিচ্ছেন।
আরও পড়ুনঃ
ঈদে উত্তরের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেয়া হচ্ছে নলকা সেতু
ঈশ্বরদীর বিশিষ্ট ডিজাইনার ব্যবসায়ী খন্দকার জাহিদকে হত্যা চেষ্টার অভিযোগ
একেএম আজিজুল হক বিএসসি (ক্যাল) ছিলেন পাবনার সাংবাদিকতার প্রাণপুরুষ–স্মরণসভায় বক্তারা
সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদীতে ইভটিজিংয়ের দায়ে এক যুবক আটক
শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?
নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
পাবনা সার্কেল-৭ এর উপ-কর কমিশনার (অতিরিক্ত দায়িত্ব)-এর বিরুদ্ধে ব্যবসায়ীদের নানা অভিযোগ
হুমায়ুন আজাদ হত্যার দেড় যুগ পর সেই হত্যা মামলার রায় জানা যাবে বুধবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল চালু হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ