মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক নিহত
- প্রকাশিত সময় ০৩:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 114
বুড়িচং (কুমিল্লা ) সংবাদদতা
প্রকাশিত: ০৩:৩৩ রাত, এপ্রিল ১৪, ২০২২
কুমিল্লার বুড়িচং উপজেলায় বুধবার রাত সাড়ে আটটার দিকে মাদক ব্যবসায়ীদের গুলিতে মহিউদ্দিন সরকার (নাঈম) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তিনি মাদক কারবারিদের গুলিতে নিহত হন।
নিহত মহিউদ্দিন (২৭) স্থানীয় একটি পত্রিকা ও একটি বেসরকারি টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন নিহত হয়েছেন। তাঁর বুকে ছয়টি গুলি করা হয়েছে। মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
ওসি আরও বলেন, মহিউদ্দিনের মরদেহের সঙ্গে কুমিল্লার একটি স্থানীয় পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছেন। মাদক কারবারিরা তাঁকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুনঃ
ড. হুমায়ুন আজাদ হত্যায় ৪ জঙ্গির ফাঁসি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে
আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে এক ইউপি মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা
ঈদে উত্তরের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেয়া হচ্ছে নলকা সেতু
ঈশ্বরদীর বিশিষ্ট ডিজাইনার ব্যবসায়ী খন্দকার জাহিদকে হত্যা চেষ্টার অভিযোগ
একেএম আজিজুল হক বিএসসি (ক্যাল) ছিলেন পাবনার সাংবাদিকতার প্রাণপুরুষ–স্মরণসভায় বক্তারা
সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদীতে ইভটিজিংয়ের দায়ে এক যুবক আটক
শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?
নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ